News Traffic Rules: ট্রাফিক আইন লঙ্ঘন করলে আর জরিমানা নয়, সরাসরি বাতিল হবে লাইসেন্স?

Published : May 06, 2025, 03:57 PM IST

News Traffic Rules: ভারতে সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধে নেগেটিভ পয়েন্ট সিস্টেম চালু করতে চলেছে সরকার। ট্রাফিক আইন লঙ্ঘন করলে ড্রাইভিং লাইসেন্সে ডিমেরিট পয়েন্ট যোগ হবে এবং পয়েন্ট বেশি হলে লাইসেন্স বাতিল হতে পারে।

PREV
110

দেশ জুড়ে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধ করলে হয় জরিমানা। মেনে চলতে হয় কঠোর আইন।

210

সদ্য প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট বলছে, অনিয়ন্ত্রিত ড্রাইভিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রতিবছর ভারতে কমপক্ষে ১ লক্ষ ৭০ হাজারের বেশি দুর্ঘটনা ঘটে।

410

এবার থেকে পথ দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্গ আটকাতে এবার নেগেটিঊ পয়েন্ট সিস্টেম চালু করতে চলেছে ভারতীয় সড়ক মন্ত্রক।

510

এই নিয়ম একবার চালু হয়ে গেলে, ট্রাফিক আইন লঙ্ঘন করলেই চালকদের ড্রাইভিং লাইসেন্স ডিমেরিট পয়েন্ট যোগ হবে।

610

এই পয়েন্ট যত বেশি হবে ড্রাইভিং লাইসেন্স বাতিলের সম্ভাবনা থাকবে ততটাই।

710

ফলে সতর্ক ভাবে গাড়ি না চালালে আপনি পড়তে পারেন বিপদে। বাতিল হতে পারে আপনার লাইসেন্স।

810

ট্রাফিক আইন রক্ষার্থে বিশ্বের একাধিক দেশে ডিমেরিট পয়েন্ট সিস্টেম চালু রয়েছে। ব

910

হু সংবাদ মাধ্যম সূত্রে খবর, মূলত সড়ক দুর্ঘটনা আটকাতে ও ট্রাফিক আইন লঙ্গন রোধ করার লক্ষ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও কানাডার মতো একাধিক দেশের সরকার এই DL নিয়ম চালু করেছে।

1010

সব মিলিয়ে চালু হচ্ছে নয়া নিয়ম। ট্রাফিক আইন লঙ্ঘন করলে আর চালান নয়, এবার সরাসরি বাতি হবে লাইসেন্স।

click me!

Recommended Stories