আশির দশকের পর থেকেই গা ঢাকা দিয়েছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। সূত্রের খবর বর্তমানে দাউদ ও তার সহকারী ছোটা শাকিল রয়েছেন পাকিস্তানের করাচিতে।
ফের একবার ভারতে নাশকতার ছক কষছে দাউদ। সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বানিজ্য নগরী মুম্বই-সহ একাধিক মেট্রো সিটিকে হিটলিস্টে রেখেই ঘুটি সাজাচ্ছে দাউদ। এনআইএ-এর চার্জশিটে নাম উঠে এসেছে দাউদের সাকরেদ ছোটা শাকিলেরও। নতুন করে ভারতের একাধিক শহরে সন্ত্রাসের ছক কুখ্যাত ডনের। গত চার বছরে দাউদ ও ছোটা শাকিল মারফত ১২ থেকে ১৩ কোটি টাকা ভারতে এসেছে বলেও দাবি করা হচ্ছে। শুধু তাই নয় হামলার তোড়জোড় করতে পাকিস্তান থেকে দুবাই হয়ে হাওয়ালার মাধ্যমে মুম্বইয়ে প্রায় ২৫ লাখ টাকা ঢুকেছে বলেও দাবি করছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই তথ্য প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে ভারতে।
আশির দশকের পর থেকেই গা ঢাকা দিয়েছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। সূত্রের খবর বর্তমানে দাউদ ও তার সহকারী ছোটা শাকিল রয়েছেন পাকিস্তানের করাচিতে। সেখান থেকে ভারতে হামলার ছক কষছে দাউদ ও তার ডি কোম্পানির সদস্যরা। সন্ত্রাসবাদ ছড়াতে হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহও করা হয়েছিল। এনআইএ-এর চার্জশিটে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এনআইএর তদন্তে আরও জানা যায়, ভারতের নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে হাওয়ালার মাধ্যমে ভারতে ঢোকা বিপুল পরিমাণ অর্থ সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহৃত হত।
বর্তমানে আমেরিকা ভারতের কাছে আন্তর্জাতিক ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিমের ঠিকানা পাকিস্তানে। জানা যাচ্ছে করাচিতে বহালতবিয়তে রয়েছেন আন্ডারওয়াল্ড ডন। দাউদের ভাগ্নে তথা হাসিনা পার্কারের ছেলে আলিশাহ পার্কারের ইডির কাছে দেওয়া বয়ানে একাধিক গোপন তথ্য উঠে এসেছে বলেও জানা যাচ্ছে। আলিশাহ পার্কার এও জানিয়েছেন মামা করাচিতে থাকলেও তাদের পরিবারের কেউ পারতপক্ষে দাউদের সঙ্গে যোগাযোগ করে না।
আরও পড়ুন -
গণধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত তিন ফাঁসির আসামিকে বেকসুর খালাস করলো সুপ্রিম কোর্ট
গুজরাট নির্বাচন ২০২২: খাস বিজেপি গড়ে মোদীকে চ্যালেঞ্জ নীতিশ কুমারের, গুজরাট ভোটে লড়বে জেডিইউ
দিল্লির মদ নীতি মামলায় অভিযুক্ত এক ব্যবসায়ী এবার রাজসাক্ষী হবে আদালতে