'এর থেকে ভালো সময় হয় না', ভারত-ইসরায়েল সম্পর্কের ৩০তম বর্ষ উপলক্ষ্যে বললেন প্রধানমন্ত্রী মোদী


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইসরায়েলের মানুষ সর্বদা একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছে। এই দিনটি দুটি দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তিরিশ বছর পূর্ণ করেছে। এদিন দুই দেশের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। দুই দেশের সম্পর্ক বহু পুরনো বলেও তিনি জানিয়েছেন। 
 

পেগাসাস (Pegasus) নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যখন উত্তাল জাতীয় রাজনীতি তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভারত-ইসরায়েলের সম্পর্কের (India-Israel) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। নিজের টুইটার হ্যান্ডেল থেকে ৩ মিনিট ২২ সেকেন্ডের বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দুই দেশের সম্পর্কের ওপর জোর দিয়েছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইসরায়েলের মানুষ সর্বদা একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছে। এই দিনটি দুটি দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তিরিশ বছর পূর্ণ করেছে। এদিন দুই দেশের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। দুই দেশের সম্পর্ক বহু পুরনো বলেও তিনি জানিয়েছেন। 

Latest Videos

তিনি আরও বলেছেন, বহু প্রাচীনকাল থেকেই ইহুদি সম্প্রদায় কোনও বৈষম্য ছাড়াও ভারতের সঙ্গে ভালো সম্পর্কে রেখে আসছে। যেটি দুই দেশের উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এটি এমন একটি সময় যখন বিশ্বে উল্লেখ্যযোগ্য পরিবর্তন ঘটেছে, তখন ভারত-ইসরায়েলের সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার লক্ষ্য় নির্ধারণ করার জন্য এখনকার থেকে আর ভালো সময় হতে পারে না। তিনি আরও বলেন ভারত এই বছর স্বাধীনতার ৭৫ পূর্তি পালন করছে। আগামী বছর ইসরায়েল স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন করবে। একই সঙ্গে দুই দেশের মানুষ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পালনের জন্য ৩০ তম বর্ষ পালন করেছে। এই উপলক্ষ্যে দুই দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি বলেন, ৩০ বছরের মাইলফলক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-ইসরায়েল আগামী দিনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। 

ভারত ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল ১৯৯২ সালের ২৯ জানুয়ারি।  


অন্যদিকে এই দিনই পেগাসাস (Pegasus) ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের বিড়ম্বনা নতুন করে বাড়িয়ে দিয়েছে দ্যা নিউ ইয়র্ক টাইমস (The New York Times)-এর রিপোর্ট। একটি প্রতিবেদনে বলে বলা হয়েছে, ২০১৭ সালে ভারত (India) ও ইসরায়েলের (Israeil) মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার অত্যাধুনিক অস্ত্র ও নজরদারী সামগ্রীর ওপর একটি চুক্তি হয়েছিল। যার কেন্দ্রবিন্দু ছিল পেগাসাস ও একটি ক্ষেপণাস্ত্র (Missile)। গত বছর থেকে পেগাসাস ইস্যুতে উত্তপ্ত ছিল জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় সরকার এই স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক, সমাজকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের ওপর নজরদারী চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পেগাসাস ইস্যুতে ইতিমধ্যে মামলাও শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia