মণিপুর থেকে নুহের হিংসা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কড়া বার্তা আসাদুদ্দিন ওয়াইসির

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী যখন সংসদে জবাব দিতে আসেন, তখন তাঁকে বলতে হবে দেশ বড় নাকি হিন্দুত্ব? মণিপুর ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের এখনও সরানো হয়নি কেন?

সংসদে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক চলাকালীন, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি মণিপুর ও নূহের অশান্তির জন্য হরিয়ানা ও মণিপুরের মুখ্যমন্ত্রীদের সমালোচনা করেন। কাব্যিক ভঙ্গিতে কটাক্ষ করে ওয়াইসি বলেন, শুধু চেয়ার আছে, কাজের বেলায় কেউ নেই। কিছু করতে না পারলে নিচে নামছেন না কেন? আসাদউদ্দিন ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী যখন সংসদে জবাব দিতে আসেন, তখন তাঁকে বলতে হবে দেশ বড় নাকি হিন্দুত্ব? মণিপুর ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের এখনও সরানো হয়নি কেন?

জয়পুর-মুম্বই ট্রেনে গুলি, মণিপুরে চলমান হিংসা, হিজাব বিতর্ক, জ্ঞানবাপীর মাধ্যমে উপাসনা আইন এবং ইউনিফর্ম সিভিল কোড ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে ঘেরাও করেন ওয়াইসি। তিনি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছিলেন, 'কুলভূষণ যাদব পাকিস্তানের কারাগারে বন্দী, সরকার এখনও তাকে আনেনি কেন? আপনি বলছেন যে মণিপুরের মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন, তাই আপনি তাকে সরাতে চান না। আসাম রাইফেলসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহিলাদের সাথে অত্যাচার হচ্ছে। কোনো এক কবি ভালোই বলেছিলেন, এটা চেয়ার নয়, তোমার শেষকৃত্য, তুমি যদি কিছু করতে না পারো তবে নামছো না কেন?'

Latest Videos

সংখ্যালঘুদের পক্ষে আওয়াজ তুললেন ওয়াইসি

হায়দরাবাদের সাংসদ ওয়াইসি বলেছেন, 'মানুষকে চিহ্নিত করে ট্রেনের ভেতরে হত্যা করা হচ্ছে এবং বলা হচ্ছে দেশে থাকতে হলে মোদিকে ভোট দিতে হবে। আমাদের দেশে কেন এসব হচ্ছে? জামা-কাপড় ও দাড়ি দেখে মানুষ মেরেছে। তিনি সংসদে বলেন, নূহ-তে মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। মুসলমানদের প্রতি বিদ্বেষের পরিবেশ তৈরি হয়। হিজাবকে ইস্যু বানিয়ে মুসলিম মেয়েদের পড়ালেখা থেকে দূরে রাখা হয়েছে।

ওয়াইসি প্রশ্ন করলেন বিলকিস বানো কি এদেশের মেয়ে নাকি? এই সরকার তার অপরাধীদের মুক্তি দিয়েছে। আপনি চিন সম্পর্কে নীরব। চিন আমাদের দেশের ভেতরে বসে আছে। তিনি আরও বলেন, 'যদি কারো ভারত ছাড়ো দরকার, তা হলো চিন ভারত ছাড়ো। ওয়াইসি কটূক্তি করে বলেন, একপাশে চৌকিদার বসে আছে আর অন্যদিকে দোকানদার।

বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে প্রথম অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয় মোদি সরকার। সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবে আসাদুদ্দিন ওয়াইসি লোকসভায় বলেন, দেশে এখন ঘৃণার পরিবেশ রয়েছে। সংবিধানে বিবেকের স্বাধীনতার কথা বলা হলেও এ সরকার ইউসিসি আনতে অনড়। পাসমান্ডা মুসলমানদের প্রতি প্রধানমন্ত্রী মোদির অনেক ভালোবাসা, কিন্তু তার মন্ত্রিসভায় একজনও পাসমান্ডা মুসলিম নেই।

ওয়াইসি আরও বলেন, আমাদের সংবিধানে বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এই সরকারের বিবেক কোথায় গেল, যখন নূহের ৭৫০টি ভবন মুসলমান বলে মাটিতে মিশে গেছে। যার জন্য পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বলেছে, এটা জাতিগত লিঞ্চিং। তিনি বলেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অনেক লম্বা জবাব দিয়েছেন, কিন্তু আপনার বিবেক কোথায় যখন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News