আস্থাভোটে বিলম্ব, বিজেপি-অজিত পওয়ারকে শ্বাস নেওয়ার সুযোগ দিল আদালত

  • মহারাষ্ট্রে শনিবার সরকার গঠন হয়ে গিয়েছিল ফটাফট
  • শিবসেনা-কংগ্রেস-এনসিপি ভালো করে বুঝে ওঠার আগেই শপথ নিয়েছিলেন ফড়নবিশ
  • কিন্তু তাঁদের শক্তি পরীক্ষা দেওয়ার বিষয়ে সেই তাড়াহুড়ো দেখা গেল না
  • বিজেপি ও অজিত পওয়ার-কে ২৪ ঘন্টা সময় দিল আদালত

 

মহারাষ্ট্রে শনিবার ভালো করে ঘুম ভাঙার আগেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। তাও আগে ভোর ৫.৪৭ মিনিটে তোলা হয়েছিল রাষ্ট্রপতি শাসন। দেবেন্দ্র ফড়নবিশ শপথ নেওয়ার একঘন্টা পর থেকেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপি নেতারা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। এই ঘটনাগুলি প্রায় পলক ফেলার আগেই ঘটে গেলেও বিরোধী জোটের দাবি মতো আস্থাভোটের ক্ষেত্রে কিন্তু কোনওরকম তাড়াহুড়ো দেখা গেল না। বরং সুপ্রিম কোর্ট বিজেপি অজিত পওয়ার-কে শ্বাস নেওয়ার জন্য অন্তত ২৪ ঘন্টা সময় দিলেন বলা যেতে পারে।

এদিন মহারাষ্ট্রে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির, দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নেওয়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করে শিবসেনা এনসিপি ও কংগ্রেস। তাদের আবেদন মতো এদিন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হয় বিচারপতি এনভি রামানা, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চে।

Latest Videos

আদালত, সলিসিটর জেনারেল তুষাড় মেহতাকে সোমবার সকালের মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপালের বিজেপিকে সরকার গঠনের অমন্ত্রণপত্র ও দেবেন্দ্র ফড়নবিশের সরকার গঠন করার দাবিপত্র আদালতে পেশ করা নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত ২৮৮-সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় নবগঠিত সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ চেয়েছে, শিবসেনা-এনসিপি-কংগ্রেস, সেই নিয়ে মহারাষ্ট্র সরকারকে একটি নোটিশ দিয়েছে। এই নোটিশ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিশ ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকেও।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটায় এই মামলার রায় ঘোষণা করা হবে। অর্থাৎ বিজেপি এবং অজিত পওয়ারের হাতে যথেষ্ট সমর্থন সংগ্রহ করার জন্য অন্তত ২৪ ঘন্টা সময় আছে।

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News