ফের মধ্যবিত্তের হেঁসেলে কোপ, বাড়ল গ্যাসের দাম - এইমাসে কত টাকায় কিনবেন সিলিন্ডার

  • ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
  • সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ল ১৫ থেকে ১৬ টাকা
  • এর আগের দুই মাসে অনেকাই কমেছিল গ্যাসের দাম
  • বর্তমানে বছরে ১২টি করে সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যায়

 

গত দুইমাসে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল। কিছুটা কমানো হয়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কিন্তু সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই ফের দাম বাড়ানো হল। গোটা ভারতেই সিলিন্ডার প্রতি ১৫ থেকে ১৬ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম।

দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মতো কলকাতাতে জুলাই ও অগাস্ট মাসে সবমিলিয়ে সিলিন্ডার প্রতি প্রায় ১৬৩ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। যার ফলে ১ অগাস্ট থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজির একেকটি সিলিন্ডারের দাম পড়ছিল ৬০১ টাকা করে। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে ওই সিলিন্ডারের দাম পড়ছে ৬১৬.৫ টাকা করে।

Latest Videos

গত জুলাই-অগাস্টে দিল্লি ও মুম্বইতে ১৪.২ কেজির ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল ঠিক ১৬৩ টাকা করে। আর কলকাতা-চেন্নাইতে দাম কমানো হয়েছিল ১৬২,২ টাকা করে। কিন্তু সেপ্টেম্বরে সব জায়গাতেই সিলিন্ডারের দাম বাড়ল।

বর্তমানে কেন্দ্রীয় সরকার বছরে গ্যাস সংযোগ প্রতি ১২ টি করে গ্যাস ভর্তুকিতে দেয়, তার বাইরে সিলিন্ডার লাগলে গ্রাহকদের এই চড়া দামে সিলিন্ডারই কিনতে হবে।

তবে মধ্যবিত্তের হেঁসেলের সমস্যা বাড়লেও একই দিনে কিছুটা স্বস্তি পেয়েছে বিমান পরিবহন সংস্থাগুলি। তেল সংস্থাগুলি ১ সেপ্টেম্বর থেকে ১ শতাংশ করে কমিয়েছে জেট ফুয়েলের দাম।  

 

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি