মহাত্মা গান্ধীর মৃত্যু দুর্ঘটনাাতে, শিক্ষা দপ্তরের বুকলেট নিয়ে হইচই ওড়িশায়

  • মহাত্মা গান্ধীর ভুল তথ্য দিল ওড়িশা সরকারের স্কুল বুকলেট 
  • মহাত্মা গান্ধীর মৃত্যুকে বুকলেটে দুর্ঘটনা বলে মন্তব্য 
  • ওড়িশা জুড়ে তীব্র বিতর্ক 
  • মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে হবে, দাবি বিরোধীদের
Tamalika Chakraborty | Published : Nov 15, 2019 9:23 AM IST / Updated: Nov 15 2019, 03:27 PM IST

মহাত্মা গান্ধীকে নিয়ে ফের বিতর্ক উসকে দিল ওড়িশা সরকারের স্কুলগুলোর জন্য প্রকাশিত  দুই পাতার একটি বুকলেট।  মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মবাার্ষিকী উপলক্ষ্যে রাজ্যে স্কুলগুলোর জন্য এই বুকলেটটি প্রকাশ করা হয়েছিল। সেখানে জানানো হয়েছে, আকস্মিক একটি দুর্ঘটনায় মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছে। এই ধরনের ভুলের জন্য ওড়িশার বিরোধীরা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ক্ষমা চাইতে হবে। 

মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্ম দিবস উপলক্ষ্যে ওড়িশা সরকার দুই পাতার একটি বুকলেট প্রকাশ করে। ওই বুকলেটের শিরোনাম রয়েছে, ' আমাদের বাপুজি: এক ঝলক'। সেখানেই মহাত্মা গান্ধীর জন্ম, শিক্ষা, কর্মের পাশাপাশি সংগ্রামের কথা ছোট আকারে প্রকাশ করা হয়েছে। ওড়িশার সঙ্গে মহাত্মা গান্ধীর কি সম্বন্ধ ছিল, সেটাও প্রকাশ করা হয়েছে। সেখানেই একটা মস্ত বড় ভুল করে ফেলে ওড়িশা প্রশাসন। ওই বুকলেটে লেখা রয়েছে, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।' যেখানে মহাত্মা গান্ধীর মৃত্যু হয় নাথুরাম গডসের গুলিতে। 

Latest Videos

কীভাবে এই ধরনের ভুল হল, তা দেখার জন্য পট্টনায়েক সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী নরসিংহ মিশ্র জানিয়েছেন, এই ঘটনার জন্য ওড়িশা সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ক্ষমা চাইতে হবে।  ওড়িশা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই ভুলের দায়িত্ব নিতে হবে পট্টনায়েককে। যত দ্রুত সম্ভব বাজার থেকে এই বুকলেট তুলে নেওয়ারও দাবি জানানো হয়েছে। মিশ্র জানিয়েছেন, দেশের সমস্ত শিশুর জানা উচিত কীভাবে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, এই ধরনের  তথ্য মহাত্মা গান্ধীর বিরোধীদের খুশি করলেও, ঘটনাটি সত্য নয়। 

Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News