
Cuttack Railway Station Accident: ওড়িশার (Odisha) কটক রেল স্টেশনে (Cuttack Railway Station) দুর্ঘটনা। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Puri-Howrah Vande Bharat Express) কটক রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। ইস্ট কোস্ট রেলওয়ের (East Coast Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, কটক রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক দেওয়াল ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। তবে প্ল্যাটফর্ম ও রেল লাইনে ভাঙা দেওয়ার বিভিন্ন টুকরো ছড়িয়ে পড়ে। এর ফলে বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে। জরুরি ভিত্তিতে রেল লাইন এবং এক ও দু'নম্বর প্ল্যাটফর্ম থেকে ভাঙা ইট-বালি-সিমেন্ট সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। মোট কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিচার করা শুরু হয়েছে।
ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৩টে বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কটক রেল স্টেশনে সংস্কারের কাজ চলছে। এই স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ চলছে। সেই কাজ চলার সময়ই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপরেই পুরো প্ল্যাটফর্ম ধোঁয়ায় ঢেকে যায়। প্ল্যাটফর্মের ছাদ ভেঙে পড়ে প্ল্যাটফর্মের উপর ছড়িয়ে যায় ধাতব চাদর। ধ্বংসস্তূপ রেল লাইনের উপর ছড়িয়ে পড়ে। এর ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। তবে এই দুর্ঘটনায় কেউ তেমন কোনও আঘাত পাননি।
কটক রেল স্টেশনে এই দুর্ঘটনার সময় এক ও দু'নম্বর প্ল্যাটফর্মে মোট কতজন ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত উদ্ধারকার্যের উপর জোর দেওয়া হচ্ছে। ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল লাইন থেকে ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে দেওয়া সম্ভব হলে এবং সুরক্ষার বিষয়ে নিশ্চিত হলে তারপরেই ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।