7th Pay Commission: কেন্দ্রীয় কর্মীদের ৫৩% পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভবনা? জানুন বিশেষজ্ঞদের মত

Published : Mar 19, 2025, 03:14 PM ISTUpdated : Mar 19, 2025, 04:02 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে, সপ্তম পে কমিশনে ২ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে, যা কর্মীদের আর্থিক স্বস্তি দেবে। কেবিনেট বৈঠকে ঘোষণার সম্ভাবনা রয়েছে।

PREV
110

রাজ্যের মতো কেন্দ্রীয় সরকারি কর্মীরাও তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন। বিশেষজ্ঞদের অনুমান শীঘ্রই তারা এই সুখবর পাবেন।

210

মনে করা হচ্ছে আজ অর্থাৎ ১৯ মার্চ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কেবিনেট বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত বা ঘোষণা হতে পারে।

310

ক্রমাগত বাজার দর বৃদ্ধি ও মুদ্রাস্ফিতীর মতো অবস্থায়, কর্মীদের আর্থিক সাহায্যের জন্য বছরে দুবার করে মহার্ঘ ভাতা প্রদান করা হয়।

410

বিশেষজ্ঞদের মতে সপ্তম পে কমিশনে মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধির ঘোষনা হতে পারে। যা ৫২ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

510

যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন ১ লক্ষ টাকা হয় তাহলে তার ২ শতাংশ ডিএ বৃদ্ধি হলে সেই কর্মী মহার্ঘ ভাতা হবে ৫৫,০০০ টাকা।

610

ঠিক একই ভাবে যদি কোনও সরকারি কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে তার ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে তার মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ-এর নীচে থাকবে।

710

ফলে সেই কেন্দ্রীয় সরকারি কর্মীর মহার্ঘ ভাতা হবে ৩৬০ টাকা। অর্থাৎ এর আগে সেই কর্মী পেতেন ৯৫৪০ টাকা। ৩৬০ টাকা বেড়ে তিনি এখন পাবেন ৯৯০০ টাকা।

810

এই বারের এই ডিএ বৃদ্ধি জানুয়ারি থেকে ধরে বকেয়া এরিয়ার-সহ মোটা অঙ্কের টাকা ঢুকবে অ্যাকাউন্টে।

910

এর আগে ২০২৪ সালের জুলাই-তে মহার্ঘ ভাতা ঘোষনা করা হয়েছিল তাও আবার ৩ শতাংশ। এর ফলে তা ডিও হয়েছি ৫০-৫৩ শতাংশ।

1010

এখন এই ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের কতটা স্বস্তি দেয়, সেটাই দেখার

click me!

Recommended Stories