17

কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক?
এবার শুধু বাছাই করা দিনেই খোলা থাকবে ব্যাঙ্ক। বাকি দিন বন্ধ থাকবে লেনদেন এমনই খবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
27
কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক?
বহুদিন ধরেই সপ্তাহে ২ দিন ছুটির দাবি জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। অন্যান্য প্রায় সমস্ত কেন্দ্রীয় সংস্থানে সপ্তাহে ২ দিন করে ছুটি থাকে।
37
কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক?
সেখানে ব্যাঙ্কে মোটে সপ্তাহে ৬ দিন ছুটি পাওয়া যায়। রবিবার ছাড়া শুধু দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। বাকি সব দিনই ব্যাঙ্ক খোলা থাকে।
47
এবার সপ্তাহে মিলতে পারে ২ দিন ছুটি।
এবার এই বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দাবি পূরণ হতে পারে ব্যাঙ্ক কর্মীদের। এবার সপ্তাহে মিলতে পারে ২ দিন ছুটি।
57
তবে আরও একটি বিশেষ নিয়ম এনেছে কেন্দ্র
শুধু ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। বাকি ২ দিন টানা বন্ধ এমনই নিয়ম শুরু হতে চলেছে এপ্রিল থেকে। তবে আরও একটি বিশেষ নিয়ম এনেছে কেন্দ্র।
67
সন্ধে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক?
যেহেতু ২ দিন বন্ধ থাকবে তাই বাকি ৫ দিন বেশি সময় ধরে কাজ করতে হতে পারে ব্যাঙ্ক কর্মীদের। সন্ধে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
77
২ দিন ছুটি পেতে ২ শিফ্টে কাজ
এপ্রিল মাস থেকেই লাগু হতে পারে এই নিয়ম। ২ দিন ছুটি পেতে ২ শিফ্টেও কাজ করতে হতে পারে ব্যাঙ্কের কর্মীদের।