বেঙ্গালুরুতে ডাচ ইউটিউবারকে হেনস্থা, গ্রেফতার মুসলিম হকার- দেখুন সেই ভাইরাল ভিডিও

Published : Jun 12, 2023, 03:15 PM ISTUpdated : Jun 12, 2023, 04:31 PM IST
DUTCH YOUTUBER HARRASSED

সংক্ষিপ্ত

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর ব্যস্ত বাজার চিকপেট বাজারে একটি ভিডিও শ্যুট করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোতা। সেই সময়ই এক ক্রেতার সঙ্গে কথা বলেন।

ভরা বাজারে ডাচ ইউটিউবারকে হেনস্থা করার অভিযোগ। এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই এই ঘটনা ঘটেছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সিলিকন শহর হিসেবে পরিচিত । সেখানেই এই ঘটনায় যথেষ্ট বিড়়ম্বনায় শাসক দল। ডাচ ইউটিউবার বেঙ্গালুরুর একটি ব্যস্ত বাজারে দর্শকদের জন্য ও ক্রেতাদের নিয়ে একটি ব্লগ রেকর্ড করছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর ব্যস্ত বাজার চিকপেট বাজারে একটি ভিডিও শ্যুট করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোতা। সেই সময়ই এক ক্রেতার সঙ্গে কথা বলেন। তিনি কোনও একটি জিনিসের দাম জানতে চান। তিনি বলেন, 'নমস্তে স্যার! ইয়ে কেয়া হ্যায়?' এই কথা বলার সঙ্গে সঙ্গে এক ব্যক্তির হাত ধরেন। সেই সময়ই সংশ্লিষ্ট ব্যক্তি চিৎকার শুরু করে দেয়। পেড্রো মোতা , দুই মাসের কর্ণাটক সফরে এসেছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তি চিৎকার করার সঙ্গে সঙ্গে তিনি তার হাত ছেড়ে দেন। দেখুন সেই ভাইরাল ভিডিওটি - যা অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেযার করেছেনঃ

 

 

 

যাইহোক তারপরই সেই ব্যক্তি ইউটিউবারের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। যদিও ঘটনাটি কয়েক দিন আগের। আজই এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখা গেছে। নিমেশেই সেটি ভাইরাল হয়ে যায়। তারপরই বেঙ্গালুরু পুলিশ উদ্যোগ নেয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বেঙ্গালুরু পশ্চিম বিভাগের ডিসিপি লক্ষ্ণণ বি নিম্বার্গি বলেছেন, বিদেশি পেড্রো মোতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে কর্ণাটক পুলিশ ৯২ ধারার অধীনে মামলা দায়ের করেছে। নবাব হায়াথ শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে ইউটিউবে ভিডিওটি শেয়ার করে পেড্রো মোতা নামে ডাচ নাগরিক তাঁর অভিজ্ঞতার বর্ণানাও দিয়েছে। লিখেছেন, 'ভারতে ভ্রমণকারী বিদেশীর বেঙ্গালুরুর চিকপেট বাজারের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এলাকাটি দেখা ভুলভাবে শুরু হয়েছিল। একজন রাগান্বিত ব্যক্তি আমার হাত ধরে মোচড় দিয়েছে আমাকে আক্রমণ করেছিল। আমি পালানোর চেষ্টা করার সময় আমার বুকেও মেরেছে।' তিনি আরও বলেছেন, তিনি রাস্তার খাবার খাওয়ার পরে তিনি মহান ভারতীয় লোকেদের সঙ্গে দেখা করছিল। কিন্তু সেখানেই এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যাইহোক এই ঘটনার নিন্দা করেছেন ভারতের নেটিজেনরা। পাশাপাশি বেঙ্গালুরু পুলিশকেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি