One Nation One Election: কমিটি গড়তেই তৎপর কেন্দ্র, রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ জেপি নাড্ডার

তবে কি পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা কম? সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

কমিটি গড়তেই শুরু হয়েছে 'এক দেশ এক নির্বাচন'-এর লক্ষ্যে ঘুটি সাজানো। এই পথে আরও এক পা এগিয়ে গঠিত হয়েছে কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে কূটনৈতিক মহলে। তবে কি পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা কম? সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সেই সঙ্গে আলোচনায় চলে আসছে লোকসভা ভোট এগিয়ে আনার প্রসঙ্গও।

দেশজুড়ে এক নির্বাচনের দাবিতে ফের সরব মোদী সরকার। ২৪-এর নির্বাচনের আগেই ফের 'এক দেশ এক নির্বাচন'-এর থিওরি বাস্তবায়িত করার লক্ষ্যে এবার বড় পদক্ষেপের পথে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে একটি কোমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যেই কি তবে 'এক দেশ এক নির্বাচন' বিল পাশ করাবে মোদী সরকার। শুরু হয়েছে জল্পনা।

Latest Videos

কী এই 'এক দেশ এক নির্বাচন' তত্ত্ব?

'এক দেশ এক নির্বাচন' প্রস্তাব পাশ হলে গোটা দেশে একই সময় লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ভোট প্যাটার্ন সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি কেন্দ্রের তরফে। এর আগেও একাধিক জনসভায় মোদী এই 'এক দেশ এক নির্বাচনের দাবি জানিয়েছেন।' ২০১৪ লোকসভা নির্বাচনে এটি BJP-র নির্বাচনী ইস্তেহারেও উল্লেখ করা হয়েছিল।

অন্যদিকে, পাটনা, বিহারের পর এবার মুম্বইয়ে বৈঠক হল 'ইন্ডিয়া'র। চলছে দু'দিন ব্যাপি বৈঠক। বৈঠকে যোগ দিতে বানিজ্য নগরীতে পৌঁছেছেন ২৮টি অ-বিজেপি দলের শীর্ষনেতারা। লক্ষ্য ২০২৪-এর নির্বাচনে মোদী উৎখাত। এই দু'দিনের বৈঠকে এই উদ্দেশ্যে কতটা অগ্রসর হতে পারলেন 'ইন্ডিয়া'ঢ় সদস্যরা? কী হতে চলেছে রণকৌশল? কেই বা হবেন প্রধানমন্ত্রী মুখ?

এই বৈঠকে ইন্ডিয়ার একটি নতুন লোগো উন্মোচিত হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা আলাদা প্রতীক চিহ্ন রয়েছে। এবার জোটের সাধারণ লোগো তৈরি হলে তবে কি সেই চিহ্নেই লড়বেন জোটের প্রার্থীরা?

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar