ক্লাস করতে একদম ভালো লাগেনা! স্কুলে যেতে চায়না বলে বোমাতঙ্ক ছড়াল এক পড়ুয়া

এ যেন সিনেমাকেও হার মানিয়ে দেবে। স্কুলে যেতে ভালো লাগে না বলে, বোমাতঙ্ক ছড়াল এক পড়ুয়া।

এ যেন সিনেমাকেও হার মানিয়ে দেবে। স্কুলে যেতে ভালো লাগে না বলে, বোমাতঙ্ক ছড়াল এক পড়ুয়া।

শুক্রবার, দক্ষিণ দিল্লীর (Delhi) গ্রেটার কৈলাস কলোনির একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটে। ইমেইল করে ঐ স্কুলে হুমকি দেওয়া হয় যে, বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তল্লাশি। কিন্তু শেষপর্যন্ত কোনও বোমা পাওয়া যায়নি। এরপর তদন্ত শুরু করে পুলিশ।

Latest Videos

আর তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সে স্কুলেরই এক ১৪ বছরের পড়ুয়ার ক্লাস করতে ভালো লাগে না। তাই সে নিজেই ঐ হুমকি ইমেইল পাঠায়।

জানা যাচ্ছে যে, গ্রেটার কৈলাসের ঐ নামী স্কুলে বৃহস্পতিবার মাঝরাতে একটি ইমেইল আসে। শুক্রবার, সকালে তা দেখার পরই সঙ্গেসঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এমনকি, স্কুল খালি করে তল্লাশি পর্যন্ত শুরু হয়ে যায়। এরপর সেই ইমেইলটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

আর তারপরই ঐ ছাত্রের হদিশ পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই সবটা পরিষ্কার হয়ে যায়। এরপর সেই পড়ুয়াকে থানায় ডেকে পাঠানো হয়। তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। তখনই সেই পড়ুয়া স্বীকার করে নেয় সবকিছু। সে বলে, স্কুলে তাঁর মোটেই ভালো লাগে না। ক্লাসে যাতে না যেতে হয়, তাই এই কাণ্ড ঘটিয়েছে সে।

তবে শুধু নিজের স্কুলেই নয়। এই বিষয়টিকে যাতে সত্যি বলে মনে হয়, তাই সে আরও দুটি স্কুলেও ভুয়ো হুমকি মেল পাঠিয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে বয়স মাত্র ১৪ হলেও, একেবারে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে ফেলেছে সে। ক্লাস করতে ভালো লাগে না বলে সোজা স্কুলে বোমাতঙ্কের ইমেইল করে দিয়েছে ঐ পড়ুয়া।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র