Onion Price News: লাগামছাড়া পেঁয়াজের দাম, উৎসবের মরশুমে মধ্যবিত্তের মাথায় হাত!

আগামী ডিসেম্বর মাসের মধ্যে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

সারা ভারত জুড়ে হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার দিল্লি-এনসিআরের বাজারে পেঁয়াজের দাম শুনে মাথায় হাত সাধারণ মানুষের। গত সপ্তাহে দিল্লি-এনসিআরে পেঁয়াজ কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা দরে ​​বিক্রি হচ্ছিল, যেখানে বর্তমানে পেঁয়াজের দাম পৌঁছে গেছে ৫০ থেকে ৮০ টাকা দরে। 


একই অবস্থা দেখা গেছে বিহার এবং উত্তরপ্রদেশেও। বিহারের এক বাসিন্দা সম্প্রতি পেঁয়াজ কিনেছেন কেজি প্রতি ৮০ টাকা দরে,  অন্যদিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক বাসিন্দা সম্প্রতি পেঁয়াজ কিনেছেন ৭০ টাকা দরে। স্থানীয় বাজারে মূল্যস্ফীতি এবং নবরাত্রির মরশুমে প্রচুর চাহিদা বৃদ্ধির জন্যই এত দাম বেড়ে গেছে বলে মনে করছেন খুচরো বিক্রেতারা। 


মহারাষ্ট্রের অধিকাংশ পেঁয়াজ উৎপাদনকারী জেলায় পাইকারি পেঁয়াজের দাম এখন প্রত্যেক কেজিতে হয়ে দাঁড়িয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। গত ১৫ দিনে পাইকারি দাম ৫৮ শতাংশ বেড়ে গেছে, যার একটা অন্যতম প্রধান কারণ হল, মহারাষ্ট্রে পেঁয়াজের মোট বীজ বপন কমেছে। বিগত ১৫ দিনের মধ্যে লাসগাঁও-এর পাইকারি বাজারে পেঁয়াজের পাইকারি দাম বেড়েছে ৫৮ শতাংশ। এর আগে গত সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছিল ১৮ শতাংশ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury