জম্মু কাশ্মীরে জারি 'অপারেশন ছত্রু', কিশতওয়ারে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই

Published : Nov 05, 2025, 09:32 AM IST

Op Chhatru Jammu Kashmir: বুধবার সাতসকালে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চলছে 'অপারেশন ছত্রু' অভিযান। জম্মু কাশ্মীরের প্রত্যন্ত এই গ্রামাঞ্চলে অন্তত তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি…  

PREV
15
জম্মু কাশ্মীরে 'অপারেশন ছত্রু'

বুধবার সাতসকালে জঙ্গি নিকেশ অভিযানে নামল। ভারতীয় সেনা। একযোগে জঙ্গি দমনে অভিযান চলছে কাশ্মীরের  কিশতওয়ারে। জারি রয়েছে 'অপারেশন ছত্রু'। নিরাপত্তা বাহিনীর অনুমান, এই অঞ্চলে অন্তত তিনজন জঙ্গি লুকিয়ে আছে। সেনা ও বিশেষ বাহিনীর যৌথ তল্লাশি অভিযান অব্য়াহত। যারফলে ওই  এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

25
জঙ্গি নিকেশ অভিযানে নেমেছে হোয়াইট নাইট কর্পস

গোপন সূত্রে এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলি নির্দিষ্ট তথ্য পাওয়ার পরই অভিযান শুরু হয়েছে। সেই সূত্র ধরে ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী বুধবার ভোরের দিকেই ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।

35
কী বলছে নিরাপত্তা বাহিনী?

 এই বিষয়ে হোয়াইট নাইট কর্পস-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছত্রু এলাকার আশেপাশের অঞ্চলে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী জঙ্গি মোকাবিলায় নামে। এরপর দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বর্তমানে ওই এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস। 

45
লুকিয়ে রয়েছে জঙ্গিরা?

সূত্র মারফত খবরে ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের অনুমান, ওই এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট গোষ্ঠীটি গত কয়েক মাস ধরে কিশওয়ার অঞ্চলে সক্রিয় ছিল বলে জানা গিয়েছ। এবং তাদের গতিবিধির উপর নিরাপত্তা বাহিনী নজর রাখছিল। বুধবার সকালে তাদের খোঁজে অপারেশন ছত্রু অভিযানে নামে ভারতীয় সেনা।  

55
কী বলছে সেনাবাহিনী?

কিশতওয়ারের দুর্গম পাহাড়ি এলাকার ছত্রু অঞ্চলে গত এক বছরে মাঝে মধ্যেই জঙ্গিদের আক্রমন লক্ষ্য করা গিয়েছিল। সম্প্রতি নিরাপত্তা বাহিনী ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছে। এদিকে আজকের এই অভিযানের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরিস্থিতির ওপর নিরাপত্তা বাহিনী নজর রাখছে বলে জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories