- Home
- World News
- United States
- ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে সিরিয়াস ট্রাম্প, বিবৃতি প্রকাশ হোয়াইট হাউসের
ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে সিরিয়াস ট্রাম্প, বিবৃতি প্রকাশ হোয়াইট হাউসের
Donald Trump On PM Modi: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী আমেরিকা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায়ঃশই কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। কী বলল হোয়াইট হাউস? দেখুন ফটো গ্যালারিতে…

ট্রাম্পের সঙ্গে মোদীর বাণিজ্য নিয়ে আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। এবং দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক ও গুরুত্ব সহকারে আলোচনা চলছে। মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।
কী বলছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ?
এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গভীর শ্রদ্ধা রয়েছে। দু'দেশের সম্পর্ক নিয়ে তারা প্রায়ই পরস্পরের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমি জানি প্রেসিডেন্টের মোদীর প্রতি বিশেষ সম্মান রয়েছে, এবং তারা নিয়মিত যোগাযোগ করেন।” শুধু তাই নয়, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষই বর্তমানে অত্যন্ত গুরুত্বসহকারে আলোচনা চালিয়ে যাচ্ছে। যা ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি অব্যাহত রয়েছে এবং বিষয়টি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে।
#WATCH | Washington, DC | White House Press Secretary Karoline Leavitt says, "... The President is positive and feels very strongly about the India-US relationship. A few weeks ago, he spoke to the Prime Minister directly when he celebrated Diwali in the Oval Office with many… pic.twitter.com/9xZLAF6kwk
— ANI (@ANI) November 4, 2025
ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে সিরিয়াস ট্রাম্প!
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, দীপাবলির সময় ওভাল অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন উচ্চপদস্থ ভারতীয়-আমেরিকান অফিসার উপস্থিত ছিলেন। লেভিট বলেন, ‘’ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট খুবই ইতিবাচক এবং তিনি এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন।'' তিনি আরও জানান যে, নয়া দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর 'দারুণ কাজ করছেন।
সম্পর্কের বরফ গলছে
সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরের সময় ট্রাম্প ঘোষণা করেন যে, তিনি ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে চান। যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন কাটানোর ইঙ্গিত। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানি ইস্যুতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় সম্পর্কের অবনতি ঘটেছিল। তবে সাম্প্রতিক কথোপকথন এবং সরকারি অবস্থান দুই দেশের সম্পর্ক নতুন করে বরফ গলার সম্ভাবনা তৈরি করেছে।
ভারতের ওপর শুল্কের বোঝা
মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করে চলতি বছরের ৩০ জুলাই। এর এক সপ্তাহ পর নয়া দিল্লি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার অভিযোগ তুলে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এদিকে রাশিয়ার শীর্ষ তেল রপ্তানিকারক সংস্থা রোসনেফট ও লুকঅয়েলের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করার পর ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

