শরণার্থীদের নিয়ে তীব্র সমস্যায় পড়েছে ইউরোপের বেশিরভাগ দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রেও অভিবাসীদের নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এবার এ বিষয়েই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিবাসীদের প্রতি মনোভাব নিয়ে ভারত, জাপান, রাশিয়া ও চিনকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোয়াড গোষ্ঠীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী ভারত ও জাপান। তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট কেন এই দুই দেশের নীতির সমালোচনা করলেন, সেটা স্পষ্ট নয়। চিন ও রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এখন ভালো নয়। ফলে এই দুই দেশের সমালোচনা করা অস্বাভাবিক নয়। কিন্তু ভারত ও চিনের সমালোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে কি ভারতকে আক্রমণ করার মাধ্যমেই ভোটারদের মন জয় করতে চাইছেন বাইডেন? এই আলোচনাও শুরু হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু বাইডেনের
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবারই প্রেসিডেন্ট নির্বাচনের আগে তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রচারমূলক অনুষ্ঠান হয়। এবার সেরকমই এক অনুষ্ঠানে হাজির হয়ে বাইডেন দাবি করেছেন, ‘এই নির্বাচন স্বাধীনতা, আমেরিকা ও গণতন্ত্রের। এই কারণেই আপনাদের দরকার আমার। আপনারা জানেন, আপনাদের এবং আরও অনেকের জন্যই আমাদের অর্থনীতির উন্নতি হচ্ছে। কেন? কারণ, আমরা অভিবাসীদের স্বাগত জানাই। আমরা এ বিষয়ে ভাবনাচিন্তা করি। চিনের অর্থনীতির কেন এত অবনতি হচ্ছে? জাপান কেন সমস্যায় পড়েছে? রাশিয়া কেন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে? ভারতও কেন সমস্যায়? কারণ, ওরা অভিবাসীদের স্বাগত জানায় না। ওরা অন্য দেশের নাগরিকদের নিজেদের দেশে পাকাপাকিভাবে বসবাস করতে দিতে ভয় পায়। অভিবাসনই আমাদের এত শক্তিশালী করে তুলেছে। আমি রসিকতা করছি না। আমি একটুও বাড়িয়ে বলছি না। কারণ, আমাদের দেশে প্রচুর কর্মী আসছেন। তাঁরা এখানেই থাকতে চান এবং আমাদের দেশে অবদান রাখতে চান।’
ট্রাম্পকে টেক্কা দেওয়ার কৌশল বাইডেনের
মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের বাইডেনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে হারানোর লক্ষ্যেই অভিবাসন নিয়ে সরব হচ্ছেন বাইডেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চিনের TikTok-এর ওপর আমেরিকার হামলা! বেজিংকে মুখের ওপর জবাব দিয়ে কী করল বাইডেন প্রশাসন, জেনে নিন