Rahul Gandhi: মায়ের ছেড়ে যাওয়া রায়বরেলিতে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী?

এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে সবচেয়ে বেশি আলোচিত ২ আসন হল আমেঠি ও রায়বরেলি। এই ২ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কারা হবেন, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে।

কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, ২ মে আমেঠির কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন রাহুল গান্ধী। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত আমেঠিতে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একইভাবে রায়বরেলিতেও কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। শুক্রবার আমেঠি ও রায়বরেলিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষমুহূর্তে যদি প্রার্থী ঘোষণা করতে না পারে কংগ্রেস, তাহলে একসময় গান্ধী পরিবারের গড় হিসেবে পরিচিত এই ২ কেন্দ্রে কার্যত বিনা লড়াইয়ে জয়ের দিকে এগিয়ে যাবেন বিজেপি প্রার্থীরা। ফলে শুক্রবার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

মায়ের কেন্দ্রে প্রার্থী হবেন রাহুল?

Latest Videos

কংগ্রেস সূত্রে খবর, এবার আমেঠিতে প্রার্থী হচ্ছেন না রাহুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে হারের পর থেকে তাঁকে আমেঠিতে দেখা যায়নি। এবার আর পুরনো কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না তিনি। আমেঠির বদলে মা সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া কেন্দ্র রায়বরেলিতে প্রার্থী হতে পারেন রাহুল। কংগ্রেস সূত্রে এমনই খবর। আমেঠিতে কংগ্রেস প্রার্থী হতে পারেন উত্তরপ্রদেশের দলীয় নেতা কে এল শর্মা।

প্রার্থী হবেন প্রিয়াঙ্কা?

উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা-কর্মীরা দাবি জানাচ্ছিলেন, আমেঠিতে রাহুল এবং রায়বরেলিতে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হন। কিন্তু রাহুল যদি রায়বরেলিতে প্রার্থী হন, তাহলে এবারও প্রিয়াঙ্কার নির্বাচনে লড়াই করা হচ্ছে না। কিন্তু যতক্ষণ না আমেঠি ও রায়বরেলি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। শুক্রবার শেষমুহূর্তে হয়তো কংগ্রেসের পক্ষ থেকে আমেঠি ও রায়বরেলির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং প্রার্থীরা মনোনয়ন পেশ করবেন। এই ২ কেন্দ্রে প্রার্থী দিতে না পারলে কিন্তু বিড়ম্বনায় পড়বে কংগ্রেস। এই কারণেই দলীয় নেতা-কর্মীরা চিন্তায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রায়বরেলি আর আমেঠি 'গলার কাঁটা' কংগ্রেসের, প্রার্থী দিতে পারেনি মনোনয়ন দাখিলের আগের দিনেও

Congress Vs BJP: রায়বরেলিতে কংগ্রেসের প্রার্থী কে? বিজেপির প্রার্থীকে চিনে নিন

Priyanka Gandhi: 'বাবা উত্তরাধিকার হিসেবে পেয়েছেন আত্মবলিদান,' মোদীর আক্রমণের জবাব প্রিয়াঙ্কার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি