বাংলাদেশে বিমান ঘাঁটি বানাতে চায় অন্য দেশ! মৃত্যুভয়েরও আশঙ্কা শেখ হাসিনার

বাংলাদেশে বিমান ঘাঁটি বানাতে চায় অন্য দেশ! মৃত্যভয়েরও আশঙ্কা শেখ হাসিনার

Anulekha Kar | Published : May 29, 2024 5:54 AM IST / Updated: May 29 2024, 11:46 AM IST

চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তবে নির্বাচনের প্রায় ৫ মাস পরে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি।

বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, জানা যায় "কোনও একটি দেশকে বাংলাদেশে বিমান ঘাঁটি করতে দিলে খুব সহজেই হাসিনার পুনর্নিবাচন হয়ে যাবে। এমনই অফার দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে।"

Latest Videos

তবে দেশের কোনও নাম না নিলেও হাসিনা আভাস দিয়েছেন যে "শ্বেতাঙ্গ" দেশ থেকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।

হাসিনা জানান. "অনেকেরই নজর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর রয়েছে। এই অঞ্চল দিয়ে বহুকাল আগে থেকেই বাণিজ্য হয়ে আসছে। ওই এলাকা নিয়ে কোনও বিতর্ক বা দ্বন্দ্ব নেই। আর আমি সেটা হতেও দেব না। তবে, তাদের চোখে এটা আমার আরও একটি বড় অপরাধ হয়ে উঠেছে।"

এ ছাড়াও এক চাঞ্চল্যকর দাবি করেছেন হাসিনা, তিনি দলীয় বৈঠকে জানিয়েছেন যে তাঁর সরকার ফেলে দেওয়ার চেষ্টা চালান হচ্ছে। এ ছাড়া তাঁর বাবা শেখ মুজিবর রহমনের মতোই খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Share this article
click me!

Latest Videos

সে কে? যার নাম শুনতেই ক্ষমা চাইলেন মীনাক্ষী, দেখুন | Minakshi Mukherjee Speech Today | Flood
'ও তো নেতা, মন্ত্রী নয়, ১৬ মাস জেল খাটিয়েছে, আমি পাপের শাস্তি পেয়েছি' | Anubrata Mondal
Siliguri-র Bidhan Market-এ বিধ্বংসী আগুন! ছাইয়ে পরিণত হল একাধিক দোকান | Siliguri News Today
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি
নার্সদের জুতোর বাড়ি! ঝাঁঝিয়ে উঠলেন কিঞ্জল, তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল | Sagar Dutta Medical