স্থূলকায় মহিলার নিচে চাপা পড়ে গেল ছোট্ট শিশু, দুজনকে টেনে তুলতে গিয়ে হেসেই খুন বিয়েবাড়ির অতিথিরা 

বিয়েবাড়ির মহিলা মহলে ঢুকে পড়ে করুণ পরিণতি ছোট্ট শিশুর। অবস্থা দেখে হেসে ফেললেন অন্যান্য অতিথিরাও। ইন্টারনেটে ভাইরাল হল সেই ভিডিও। 

হরিয়ানভি গানের তালে নাচতে ব্যস্ত ছিলেন কিছু মহিলা। খেয়ালই করেননি যে, নাচতে নাচতে দলে জুটে গিয়েছে এক খুদে সদস্যও। কী হল তারপর? ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে হেসেই খুন নেটিজেনরা। অবস্থা দেখে হেসে ফেলেছিলেন বিয়েবাড়ির অন্যান্য অতিথিরাও। ভিডিও ফুটেজে ধরা পড়ল সবকিছুই।

বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়িতে নাচ গান হওয়ার চল সারা পৃথিবীতেই প্রচলিত। ভারতেও শহর থেকে প্রত্যন্ত গ্রামে পুরুষ এবং মহিলারা বিয়ে বাড়িতে নাচের তালে কোমর দুলিয়ে থাকেন, এ দৃশ্য সকলেরই চিরপরিচিত। এমনই এক বিয়েবাড়িতে চলছিল হরিয়ানভি গান। সেই গানের তালে তালে কোমর দোলাচ্ছিলেন আনন্দ অনুষ্ঠানে উপস্থিত অনেক মহিলারা। কিন্তু, সেই মহিলা মহলে ঢুকে পড়ে আনন্দে বাধ সাধল একজন খুদে পুরুষ সদস্য। বেশ কয়েকজন মহিলার মধ্যে আপন ছন্দে নাচতে গিয়ে ছোট্ট চেহারার মানুষটিকে পড়তে হল সমূহ বিপদের মুখে।

Latest Videos

নাচে ব্যস্ত থাকা মহিলারা খেয়ালই করেননি যে, তাঁদের মাঝে ঢুকে পড়েছে ছোট্ট একটি শিশু। নৃত্যরতদের মধ্যে ছিলেন এক স্থূলকায় মহিলাও। তাঁরই পিছনের দিকে হঠাৎ সেই শিশুটিও নাচতে নাচতে আচমকা এসে পড়ে। কিন্তু, ওই মহিলা উল্টো দিকে মুখ ঘুরে নাচতে থাকার দরুন একেবারেই লক্ষ্য করেননি ছোট সদস্যটিকে। দুর্ভাগ্যবশত, নাচে মগ্ন থাকা মহিলার পা শিশুটির পায়ের সঙ্গে আটকে যায়। টাল সামলাতে না পেরে বিশাল চেহারা নিয়ে উলটোদিকে একেবারে শিশুটির ওপরে তিনি প্রায় বসেই পড়েন। তাঁর শরীরের নীচে চাপা পড়ে যায় ছোট্ট শিশুটি।

যদিও বরাতজোরে অতি সামান্যই চোট লাগে শিশুটির। তাঁকে সঙ্গে সঙ্গে বিপদ থেকে রক্ষা করতে ছুটে আসেন অন্য এক মহিলা। তিনি শিশুটিকে কোলে তুলে নিলে শিশুটিকে বেশ জোরেই কান্নাকাটি করতে দেখা যায়। আর পড়ে যাওয়া স্থূলকায় মহিলাকে টেনে তুলতে ছুটে আসেন আরও কয়েক জন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে হাসতেও দেখা যায়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ বলেছেন, ‘বাচ্চাটার ভাগ্য ভালো যে সে বেঁচে গিয়েছে।’ অনেকেই শিশুটির অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে জিজ্ঞেস করেছেন, ‘বাচ্চাটি ভালো আছে তো?’ তবে ভিডিওটি কোন রাজ্যের, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।


আরও পড়ুন-
বিয়ের পিঁড়িতে বিহারের ৫০ বছরের বিজেপি নেত্রী, পাত্র লালু প্রসাদকে জেলে পাঠানো সিবিআই আদালতের প্রাক্তন বিচারক 
‘মা’-এর স্নেহে আচ্ছাদিত কাশী বোস লেনের দুর্গাপুজো, কলকাতায় প্রথম থ্রি ডাইমেনশনাল দৃশ্যের পুজোমণ্ডপ
সর্বভারতীয় NEET পরীক্ষায় ভারতের মধ্যে ২২তম স্থান দখল, বাংলা মাধ্যমে পড়েই ডাক্তারির পথে মহিষাদলের দেবাঙ্কিতা
ফাইবারগ্লাসের প্রতিমা শিল্পীদের মুখে চওড়া হাসি, কোভিড পরিস্থিতি কাটিয়ে এবছরের দুর্গাপুজোয় প্রচুর বরাত

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল