
India's Harop drone: পহেলগাঁও কাণ্ডে অপারেশন সিঁন্দুরে প্রথম প্রত্যাঘাতে বড় সাফল্য পেয়েছে ভারত। অপারেশন সিন্দুরের দ্বিতীয় দিনে লাহোর আর করচি লক্ষ্য করে আক্রমণ করে ভারত। সেই আক্রমণে ভারতের হাতিয়ার ইজরায়েলের তৈরি হাপর ড্রোন। এই হাপর ড্রোন ঘিরে যথেষ্ট ত্রাশ তৈরি হয়েছে পাকিস্তানের দুই শহরে।
কী এই হাপর ড্রোন-
রীতিমত শক্তিশালী হাপর ড্রোন। এই ড্রোনের অপারেশন রেঞ্জ ১০০০ কিলোমিটার পর্যন্ত। একসঙ্গে ২৩ কেজি বিস্ফোরক বহন করতে পারে। মারণস্ত্রে রয়েছে ইলেকট্রো-অপটিক্যল, ইনফ্রা রেড, ফরওয়ার্ড লুকিং ইনফ্রা রেড সেন্সর, কালার সিসিডি ক্যামেরা, অ্যান্টি-ব়্যাডার হোমিং প্রযুক্তি। উন্নচ প্রযুক্তির কারণে এটি লয়টারিং মিউনিশন স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যস্থান খুঁজে বার করতে পারে। ট্র্যাক করতে পারে। অপারেটার চাইলে যুদ্ধপরিস্থিতি বুঝে যে কোনও সময়ে হামলা বাতিল করতে পারে। পরে আবারও সেটি ওড়ান যেতে পারে।
মঙ্গলবার রাতে রাতে পাকিস্তান ও 'পাক অধিকৃত কাশ্মীরে' হামলা চালিয়েছিল ভারত। বেছে বেছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি উড়িয়েছে তারা। জৈশ লস্কর, হিজবুল মুজাহিদিনের ডেরায় হামলা চালিয়েছে। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলে। সূত্রের খবর প্রায় ১০০ জন জঙ্গি নিকেশ করেছে ভারত। হামলায় আজহার মসুদের পরিবরও নিকেশ হয়েছে বলেও মনে করছে একধিক সূত্র।
পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেও ৭ মে রাতে পাকিস্তান ভারতের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানোর চেষ্টা করে। যদিও সেই হামলা প্রতিহত করেছে ভারত। উত্তর ও পশ্চিম ভারতের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভুজ-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ চালানো হয় বলে দাবি করেছে ভারতের একাধিক সেনা কর্তা।
ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে , ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভারতের একধিক স্থান হামলা করা হয়েছে। ভারতীয় সেনা বাহিনী হামলাগুলিকে প্রতিহত করা হয়েছে। পাকিস্তানি হামলার প্রমাণস্বরূপ বিভিন্ন স্থান থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। গতকাল রাতে ভারতের দিকে আসা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর S-400 সুদর্শন চক্র বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়েছিল। একাধিক বিশেষজ্ঞ ANI-কে জানিয়েছেন যে অভিযানে লক্ষ্যবস্তুগুলিকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। সরকারের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।