পহেলগাঁও হামলায় পাকিস্তানের মুখোশ খুলে গেছে। আবারও প্রকাশ্যে এসেছে পাকিস্তানের জাঙ্গি যোগ।
212
পহেলগাঁও হামলা
পহেলগাঁও হামলায় জঙ্গিদের হাতে নিহত হয়েছে ২৬ জন। এই ঘটনার পর একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। স্থগিত কর হয়েছে সিমলা চুক্তি আর সিন্ধু জল বন্টন চুক্তি।
312
দিশেহারা পাকিস্তান
এই অবস্থায় কিছুটা হলেও দিশেহারা পাকিস্তান। একদিকে আবারও জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ যেমন উঠেছে তেমনই সিন্ধুর জল না পেলে প্রবল সংকটে পড়তে পারে পাকিস্তান।
এই পরিস্থিতিতে পাকিস্তান নতুন উদ্যোগ নিয়েছে ভারতকে সমস্যায় ফেলতে। টার্গেট সেনা বাহিনী।
512
পাকিস্তানের টার্গেট ভারতীয় সেনা বাহিনী
এই অবস্থায় পাকিস্তান হ্যাক করতে শুরু করেছে ভারতের সেনা বাহিনীর ওয়েবসাইটগুলি। সূত্রের খবর ৪টি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে।
612
সেনার ওয়েবসাইট হ্যাক!
জানা গিয়েছে, শ্রীনগর, রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে। আর্মি পাবলিক স্কুল-সহ ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে বলে খবর।
712
তলিকায় রয়েছে আরও
সূত্রের খবর আর্মি ওয়েলফেয়ার হাউসিং অর্গানইজেশনের ওয়েবসাইটেও হামলা চালান হয়েছে। ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করেছে পাকিস্তানি হ্যাকাররা।
812
পাকিস্তানের নতুন ছক
পহেলগাঁও হামলার পরই আইএসআই-এর নতুন ছক সামনে এসেছে। ভারতকে অশান্ত করার চক্রান্ত রয়েছে পাকিস্তানের।
912
সেনা বাহিনীর তথ্য
পাকিস্তানের হ্যাকার আর আইএসআই ভারতীয় সেনা বাহিনী সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতে চাইছে।
1012
নজরে সেনা কর্তারা
পাকিস্তানে নজরে ভারতীয় সেনা কর্তারা। তারা কোন গাড়িতে কোন রাস্তা দিয়ে যাতায়াত করে তারও খোঁজ খবর নিচ্ছে বলে সূত্রের খবর।
1112
ট্রেনে টার্গেট
সূত্রের খবর পাকিস্তানে নজরে ট্রেনও রয়েছে। মূলত যেসব ট্রেনে সেনা বাহিনীর সদস্যরা যাতায়াত করে সেগুলি। পঞ্জাব এলাকার ট্রেনগুলি সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
1212
দিল্লিতে জরুরি বৈঠক
আজ দিল্লিতে জরুরি বৈঠক বসেছে। বৈঠকে BSF, অসম রাইফেলস, NSG, CRPF, SSB, CISF। একাধিক কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।