পুরনো প্যান কার্ড কি বাতিল করতে হবে? দেশজুড়ে বিভ্রান্তির মধ্যে কী বার্তা কেন্দ্রের?

যে কোনও বাণিজ্যিক আদানপ্রদানের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। সম্প্রতি এই প্যান কার্ড নিয়ে দেশজুড়ে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়েই এবার গুরুত্বপূর্ণ বার্তা দিল অর্থ মন্ত্রক।

নতুন ও পুরনো প্যান কার্ড নিয়ে দেশজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না কী করবেন। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিল অর্থমন্ত্রক। যাঁদের প্যান কার্ড আছে, তাঁদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পুরনো প্যান কার্ড থাকলে নতুন করে আর প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পুরনো নম্বরেই কাজ চালানো যাবে। ফলে আপাতত স্বস্তিতে দেশের কোটি কোটি মানুষ। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন প্যান কার্ড চালু করার প্রস্তাব অনুমোদন করেছে। এই নতুন প্যান কার্ডে ডায়নামিক কিউআর কোড থাকছে। ফলে পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে কি না, তা নিয়ে অনেকেই সংশয়ে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করল অর্থ মন্ত্রক।

ভবিষ্যতে সবাইকে প্যান কার্ড বদলাতে হবে?

Latest Videos

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের কাছে পুরনো প্যান কার্ড আছে, তাঁদের কোনও সমস্যা হবে না। যাঁরা এখনও পর্যন্ত প্যান কার্ড করাননি, তাঁরাই নতুন প্রযুক্তির প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে যাঁদের পুরনো প্যান কার্ড আছে, তাঁদের যদি নাম, ঠিকানা, ই-মেল আইডি, মোবাইল ফোন নাম্বার বদল করতে হয়, তাহলে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আধার কার্ডের সঙ্গ প্যান লিঙ্ক থাকলে অনলাইনে আবেদন করা যাবে। না হলে নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্যান কার্ডে কিউ আর কোড কেন?

অর্থ মন্ত্রক জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে যাঁদের নতুন প্যান কার্ড দেওয়া হচ্ছে, তাঁদের প্যান কার্ডে কিউ আর কোড থাকছে। সারা দেশে প্যান কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য একটাই পোর্টাল চালু করছে অর্থ মন্ত্রক। এই পোর্টালের মাধ্যমেই যাবতীয় কাজ হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা, পুরনো কার্ড বাতিল হয়ে আসছে প্যান ২.০, জেনে নিন নতুন কী থাকছে কার্ডে

এই গুরুত্বপূর্ণ কাজ করেছেন? না হলে কিন্তু বাতিল হয়ে যাবে প্যান কার্ড

Pan Aadhaar Link: প্যান আর আধার কার্ড যোগ করাতে দেরি! ১১ কোটি মানুষের জরিমানায় মোদী সরকারের বিপুল আয়

Share this article
click me!

Latest Videos

Sundarbans-এর প্রবেশপথে নাকা তল্লাশি! Javed Munshi কাণ্ডের পর সতর্ক প্রশাসন | Canning News Today
‘Bangladesh-এর বুদ্ধি চিরকালই একটু কম’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর | Dilip Ghosh News Today
আচমকাই মমতার চালু করা লোকাল ট্রেন বন্ধ করে দিল রেল! বিক্ষোভ বেচারামের | Singur News Today
'সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী পিঠা খেয়ে সব ভুলে যেতে বলছেন' চরম আক্রমণ শুভেন্দুর | Suvendu Adhikari
মুখ্যমন্ত্রীর দিন কী তাহলে শেষ? Suvendu Adhikari-র মোক্ষম দাওয়াই Mamata Banerjee-কে!