'পাকিস্তান যা করত হিন্দুদের সঙ্গে সেটাই করছে বাংলাদেশ,' গর্জে উঠলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দুদের উপর অত্যাচার চরম মাত্রা নিয়েছে। ঢাকা, চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি, মন্দিরে হামলা চালানো হচ্ছে।

বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে ক্ষুব্ধ অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেছেন, 'অত্যন্ত অন্যায় হয়েছে। আমি মনে করি, পাকিস্তান যা করত, হিন্দুদের সঙ্গে ঠিক সেটাই করছে বাংলাদেশ। যাঁরা হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন, তাঁদেরই এভাবে গ্রেফতার করা হচ্ছে। এটা অন্যায়। আমাদের সরকারের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। যদি সরকার কিছু না বলে, তাহলে হিন্দুদের উপর অত্যাচার চলতেই থাকবে।' ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন চিন্ময়। তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই সময় তাঁর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার কথা ঘোষণা করে ইসকন। তবে বাংলাদেশের হিন্দুদের কাছে এখন নায়ক হয়ে উঠেছেন চিন্ময়। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের হিন্দুরা। তাঁরা আন্দোলনের ডাক দিয়েছেন।

নতুন করে অশান্ত বাংলাদেশ

Latest Videos

চিন্ময় গ্রেফতার হওয়ার পর যখন প্রতিবাদ চলছে, তখন ফের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা শুরু হয়েছে। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে লোকনাথ মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামে সংঘর্ষের মাঝে এক আইনজীবীকে খুন করা হয়েছে। নিহত আইনজীবীর নাম শরিফুল ইসলাম আলিফ। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির অভিযোগ, চিন্ময়ের গ্রেফতারির প্রতিবাদে যখন রাস্তায় নেমেছিলেন হিন্দুরা, তখন তাঁদের উপর হামলা চালাতে যায় মৌলবাদীরা। সেই সময় এই আইনজীবীর উপরেও হামলা চালানো হয়। তাঁকে হিন্দু মনে করে হামলা চালিয়েছে মৌলবাদীরা। পরে এই আইনজীবীর পরিচয় জানা গিয়েছে।

চিন্ময়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

চিন্ময়ের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। ভারতের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশে হিন্দু নেতা গ্রেফতার, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়াদিল্লি

কে এই কৃষ্ণদাস প্রভু ? কেন বাংলাদেশে আটক হলেন তিনি! কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique