প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন স্ত্রীর, প্রমাণ লোপাট করে দেহ পেশাই হয়েছিল গ্রাইন্ডারে

Published : Dec 23, 2025, 10:01 PM IST

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। গত ১৮ ডিসেম্বরের ঘটনা। কিন্তু সবকিছু জানতে পুলিশের সময় লাগল প্রায় ৫ দিন। হাড়হিম করা ঘটনা উত্তরপ্রদেশের সম্ভলে।  

PREV
17
ঘাতক স্ত্রী

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। গত ১৮ ডিসেম্বরের ঘটনা। কিন্তু সবকিছু জানতে পুলিশের সময় লাগল প্রায় ৫ দিন। নিহত ব্যক্তির দেহের একটি অংশই খুনিদের ধরিয়ে দিল।

27
উত্তর প্রদেশ পুলিশের বয়ান

ঘটনাটি উত্তরপ্রদেশের সম্ভলের। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্ত্রীর নাম রুবি। তাঁর প্রেমিক গৌরব। দীর্ঘ দিন ধরেই রুবি আর গৌরবের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তারা দুজনে মিলে খুন করে রাহুলকে।

37
নিখোঁজ ডায়েরি

পুলিশ জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর স্থানীয় থানায় গিয়ে স্বামীর নামে নিখোঁজ ডায়েরি করে আসে স্ত্রী। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে তার আগেই স্বামীকে খুন করেছে স্ত্রী আর প্রেমিক। কারণ গত ১৫ ডিসেম্বর থেকে রাহুলের ফোন বন্ধ ছিল।

47
পুলিশের তল্লাশি

রাহুলের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তখনই পুলিশ জানতে পারে রাহুলের ফোন বন্ধ ১৫ ডিসেম্বর থেকে। তারপর পুলিশ কিছু মাংস খুঁজে পায়। তারপরই জেরা শুরু করে রুবি আর তাঁর প্রেমিককে।

57
জেরায় স্বীকার

পুলিশের জেরায় রুবি স্বীকার করে নেয়, সে আর গৌরব মিলে রাহুলকে খুন করেছে। রাহুকে ঘুমন্ত অবস্থায় লোহার রড দিয়ে মারা হয়। ঘুমের মধ্যেই মৃত্যু হয়। তারপর দেহ কেটে টুকরো টুকরো করে।

67
গ্রাইন্ডারে দেহ পেশাই

রুবি জানিয়েছে, দেহ যাতে কেউ খুঁজে না পায় তারজন্য মিক্সারগ্রাইন্ডারের স্বামীর দেহ পেশাই করে। কিছুটা অংস নর্দমায় ফেলে দেওয়া হয়। বাকি অংশ গঙ্গায় ভাসিয়ে দেয়। কিন্তু রাহুলের মুণ্ড উদ্ধার হতেই পুলিশের হাতে আসে সব তথ্য।

77
পরীক্ষা নীরিক্ষা

পুলিশ জানিয়েছে, রাহুলের মুণ্ড উদ্ধার হয়েছে। সেটির ফরেন্সিক হবে। ডিএনএ পরীক্ষা হবে। পুলিশ আরও জানিয়েছে, যে মুণ্ডটি উদ্ধার হয়েছে সেটিতে রাহুলের নাম লেখা ছিল। যার কারণে তদন্তে রুবি ও গৌরবকেই প্রধান কালপ্রিট বলে মনে হয়েছিল তাদের।

Read more Photos on
click me!

Recommended Stories