৯ দিনের মেয়েকে বিষ খাইয়ে মেরে দিল বাবা-মা! মাটি খুঁড়ে দেহ বের করল পুলিশ, ভয়াবহ ঘটনার সাক্ষী তামিলনাড়ু

Published : Sep 08, 2024, 05:11 PM IST
Murder

সংক্ষিপ্ত

৯ দিনের মেয়েকে বিষ খাইয়ে মেরে দিল মা-বাবা! কারণ জেনে কপালে হাত পুলিশের

নয় দিনের শিশুকন্যার মৃত্যুর ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ুর ভেলোর পুলিশ । এই দম্পতির বিরুদ্ধে নিজেদের শিশু কন্যাকে বিষ প্রয়োগ করার অভিযোগ করা হয়েছে কারণ এই দম্পতি দ্বিতীয় কন্যা সন্তান চায়নি। যার ফলেই নিজের সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন তারা বলে অভিযোগ।

সি জিভা এবং জে ডায়ানার ইতিমধ্যেই দুই বছরের একটি কন্যা রয়েছে, ২৭ আগস্ট একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানায়। পরে সন্তান প্রসবের সময় জটিলতার কারণে ডায়ানাকে ভেলোরের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে ওই দম্পতি তাদের নবজাতক কন্যাকে বিষাক্ত দুধ খাইয়ে দেন কারণ তারা আরেকটি সন্তানের ভার বহন করতে পারছিলেন না।

শিশুটি মারা গেলে আত্মীয়দের না জানিয়েই দ্রুত মেয়ের মৃতদেহ বাড়ির উঠোনে পুঁতে দেয় ওই দম্পতি।

পরে ডায়ানা তার বাবা সারাভানানকে ফোন করে জানায় যে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে এবং পরে শিশুটি মারা গেছে।

নাতনির রহস্যজনক মৃত্যু নিয়ে গত ৪ সেপ্টেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সারাভানান।

পুলিশ এসে তদন্ত করে জানতে পারে, ওই দম্পতি বাড়ি ছেড়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা কালেক্টরের উপস্থিতিতে কর্তৃপক্ষ ৫ সেপ্টেম্বর শিশুটির দেহ কবর থেকে উত্তোলন করে।

বাবা-মাকে খুঁজে বের করতে একটি বিশেষ দল গঠন করে ভেলোর পুলিশ এবং অবশেষে উভয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত অব্যাহত থাকায় তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo