মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান এবার ভারতে, জানুন কী বলল স্বাস্থ্য মন্ত্রক

মাঙ্কিপক্সের সংক্রমণ ক্রমশই বাড়ছে। উদ্বেগ বাড়ছে গোটা বিশ্ব জুড়ে। এই অবস্থায় ভারতেও প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল।

Saborni Mitra | Published : Sep 8, 2024 10:59 AM IST / Updated: Sep 08 2024, 04:58 PM IST

মাঙ্কিপক্সের সংক্রমণ ক্রমশই বাড়ছে। উদ্বেগ বাড়ছে গোটা বিশ্ব জুড়ে। এই অবস্থায় ভারতেও প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। যিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছেন। যদিও স্বাস্থ্য মন্ত্রক রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে জানিয়েছে, মাঙ্কিপক্স আক্রান্ত একজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই বিষয়ে উদ্বেগের তেমন কারণ নেই। বর্তমানে আক্রান্তকে বিচ্ছিন্ন করে আইসোলেশনে পাঠান হয়েছে। দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'মাঙ্কিপক্সের কিনা তা জানতে রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে স্পষ্ট রোগী এমপক্সে আক্রান্ত। সম্ভাব্য উৎস সনাক্ত করতে ও দেশের মধ্যে এর প্রভাব কতটা রয়েছে তা জানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।' কেন্দ্র জানিয়েছেন NCDC যে সমীক্ষা করেছে তাতে স্পষ্ট এখনও পর্যন্ত তেমন উদ্বেগের কারণ নেই। এক ঝুঁকি এখনও এই দেশে বাড়েনি।

Latest Videos

স্বাস্থ্য মন্ত্র বলেছে, বাইরে থেকে যারা আসছে তাদের থেকে ছড়াতে পারে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মাঙ্কিপক্স গুটিবসন্তের মতই একচি ভাইরাল রোগ। ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির থেকে ছড়ায়। এই বছর এই রোগ প্রায় ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার ১০টি দেশে মারাত্মক প্রভাব পড়েছে। আফ্রিকায় মৃত্যুর হারও বেড়েছে মাঙ্কিপক্স থেকে। শিশুদের ওপর বিশেষ প্রভাব পড়েছে। আফ্রিকা সিডিসি অনুসারে কঙ্গোতে আক্রান্তের ৭০ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। মৃত্যুর হাতও সেখানে ৮৫ শতাংশ।  মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সাবধান করেছে। রোগ নিরাময়ের দ্রুত ব্যবস্থা করার আবেদন করেছে বিশ্বের সবকটি দেশকে। প্রয়োজনীয় প্রটোকল মেনে চলতেও নির্দেশ দিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |