বাবা মায়ের বিজেপি করার অপরাধের 'শাস্তি', মানসিক অসুস্থ ছেলেকে মাথা কামিয়ে দিল নাপিত

Published : Jun 14, 2024, 06:32 PM IST
woman crime .jpg

সংক্ষিপ্ত

নাপিতের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। বাদাউনে তার একটি দোকান রয়েছে। নাপিতের বিরুদ্ধে এসটি -এসটি আইনে অভিযুক্ত করা হয়েছিল। 

মর্মান্তিক ঘটনা উত্তর প্রদেশে। বাবা ও মা লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল। তার ফল ভোগ করতে ছেলেকে। বাবা মায়ের বিজেপি করার অপারাধে জোর করে ছেলের মাথা ন্যাড়া করে দেওয়া হল। ১২ বছরের ছেলেকে প্রকাশ্যে মাথা কামিয়ে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের বদাউনে এই ঘটনা ঘটেছে। ছেলেটি মানসিকভাবে প্রতিবন্দী বলেও জানিয়েছে নির্যাতিত পরিবারটি। কিন্তু এই ঘটনা কোন রাজনৈতিক দলের নাম জড়িয়েছে তা অবশ্য প্রকাশ্যে আসতে চলেছে।

নাপিতের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। বাদাউনে তার একটি দোকান রয়েছে। নাপিতের বিরুদ্ধে এসটি -এসটি আইনে অভিযুক্ত করা হয়েছিল। উত্তর প্রদেশের এক আধিকারিক কমলেশ কুমার মিশ্র জানিয়েছেন, 'আইপিসি ধারা ২৩২ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছেকৃত অপমান ) করার মামলা দায়ের করা হয়েছে।' বাকি অভিযুক্তদের বিরুদ্ধে এসটি-এসটি আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিত ছেলেটির মায়ের অভিযোগের ভিত্তিতেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ছেলেটির মা জানিয়েছেন, তাঁর ছেলেকে জোর করে নিয়ে গিয়ে মাথা কামিয়ে দেওয়া হয়েছে। পুলিশের কাছে ছেলেটির মা মুন্নি বলেছেন, 'লোকসভা নির্বাচনের সময় আমাদের পরিবার বিজেপিকে বেছে নিয়েছিল। যার কারণে নাপিত ও আমাদের এলাকার অনেকেই অসন্তুষ্ট ছিল। তারা জোর করে আমার ছেলেকে মারধর করে নিয়ে যায়। ছেলেটি তখন খেলছিল।' মহিলা আরও জানিয়েছেন, বাড়ির কাছেই সকলের সামনেই ছেলের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। সেই সময় তাঁর স্বামী প্রতিবাদ করেছিল। কিন্তু কেউই কোনও কথা শোনেনি। তিনি আরও বলেছেন, তারপরই তিনি আর তাঁর স্বামী পুলিশের দ্বারস্থ হয়েছিল।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন নাপিত। তিনি জানিয়েছেন, প্রতিবন্ধী ছেলেটির পরিবারের অনুরোধেই তারা মাথা কামিয়ে দিয়েছিলেন তিনি।

 

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়