সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি, অন্তর্বর্তী বাজেট পেশ হবে কবে?

এই বাজেট অধিবেশনে সরকার অনেক ধরনের পরিকল্পনাও ঘোষণা করতে পারে। কারণ এপ্রিল মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই হবে মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ সাধারণ বাজেট।

চলতি মাসের ৩১ জানুয়ারি থেকে ২০২৪ সালের সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন হবে ১০ দিনের। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে, অন্তর্বর্তী বাজেটও পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। এটি মোদী সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট। এছাড়া ১৭তম লোকসভার এটিই শেষ সংসদ অধিবেশন। এবার সাধারণ নির্বাচনের ঠিক আগে বাজেট পেশ করা হবে। এই বাজেট অধিবেশনে সরকার অনেক ধরনের পরিকল্পনাও ঘোষণা করতে পারে। কারণ এপ্রিল মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই হবে মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ সাধারণ বাজেট। এর আগে জানিয়ে রাখি, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সরকার সংসদে অনেক বিলও পেশ করে। এতে অপরাধ ও বিচার সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন বিল পাস হয়। তবে এই অধিবেশনে সংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রশ্ন উঠেছে সংসদের নিরাপত্তা নিয়ে

Latest Videos

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়।লোকসভার কার্যক্রম চলাকালীন দর্শক গ্যালারিতে বসে থাকা দুই যুবক সাংসদের কাছে গিয়ে হলুদ গ্যাস ছেড়ে দেন। তবে সংসদ সদস্যরা ওই যুবকদের ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন।

সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা

বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেছে। এই ঘটনার পর বিরোধীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি করতে থাকে, ফলে বিরোধী সাংসদরাও সংসদের মর্যাদা লঙ্ঘন করেন, যার পরিপ্রেক্ষিতে লোকসভার স্পিকার ও চেয়ারম্যান রাজ্যসভার অনেক বিরোধী সাংসদকে বরখাস্ত করেছে। এই অধিবেশনে প্রায় ১৪০ জন সাংসদকে বরখাস্ত করা হয়। এতে লোকসভা ও রাজ্যসভার সাংসদরা অন্তর্ভুক্ত ছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?