পেগাসাস নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ মহুয়া মৈত্রর

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে এবার প্রিভিলেজ মোশন আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ আগের মন্ত্রীর সঙ্গে বর্তমান মন্ত্রীর কথার ফারাক রয়েছে। 
 

সংসদের বাদল অধিবেশনকে পেগাসাস ইস্যুকে হাতিয়ার করে রীতিমত বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আবারও তা সামনে এল। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে প্রিভিলেজ মোশান নিয়ে এসেছেন। তাঁর অভিযোগ সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২২৩, ২২৬, ২২৭ ধারার ভঙ্গ করার অভিযোগ তুলে লোকসভার জেনারেল সেক্রেটারিকে চিঠি লিখেছেন তিনি। 

Latest Videos

জলের তোড়ে ভেসে গেছে বাড়ি-রাস্তা, উদ্ধারে হেলিকপ্টার, ছবিতে দেখুন মহারাষ্ট্রের প্রাকৃতিক দুর্যোগ

গত ১৯ জুলাই পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার করে কয়েক জনের ফোনে আড়ি পাতা নিয়ে লোকসভায় বিবৃতি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সময় তিনি বলেছিলেন, অতীতেও পেগাসাস ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু এই রিপোর্টগুলির কোনও ভিত্তি ছিল না। যা স্পষ্ট হয়েছিল সুপ্রিম কোর্টে। 

কমলা সতর্কতা হায়দরাবাদে, প্রবল বৃষ্টিতে ঝরনার জলে তলিয়ে গেল তরুণী

কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে তাঁর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ। মহুয়া মৈত্রের কথায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই বক্তব্য পূর্ববর্তী তথ্য প্রযুক্তি মন্ত্রীর বক্তব্যের বিরোধী। বিরোধীরা যে কথা বলছে তারও বিরোধী বলেও দাবি করেন তিনি। তাঁর যুক্তির স্বপেক্ষে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টেও উল্লেখ করেছেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ বলেছেন এটি  সংসদীয় শৃঙ্খলার বিরোধী। মন্ত্রী যদি ইচ্ছে করে এজাতীয় বিবৃতি দেন তাহলে তা অবশ্যই অপরাধ হিসেবে পরিগণিত হবে। তৃণমূল নেত্রীর কথায় মন্ত্রী চাইলে ভুল শুধরে নিতে পারেন। তবে তাঁকে তা অবশ্যই স্বীকার করে নিতে হবে। 

ভোটের পর প্রথম দিল্লি সফর মুখ্যমন্ত্রী মমতার, ২৮ জুলাই বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ...

অন্যদিকে পেগাসাস ইস্যুতে বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ শান্তনু সেনের আচরণের জন্য গোটা বাদল অধিবেশনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী যখন পেগাসাস ইস্যুতে বিবৃতি দিচ্ছিলেন সেই সময় শান্তনু সেন তাঁর বিবৃতি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল মিথ্য বিবৃতি দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাই প্রতিবাদ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ শান্তনু সেনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী অশালীন ব্যবহার করেছিলেন। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury