'আপনার আঙুল কেমন আছে?' মোদীর প্রশ্নে রীতিমত অবাক হয়ে কী উত্তর দিলেন কল্যাণ

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। সংবিধান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সংসদে প্রবেশ করছিলেন নরেন্দ্র মোদী।

 

তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেমন আছেন? তাঁর হাতের কাটা আঙুলের অবস্থা কী? সংসদে দেখা হতেই জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও স্বাস্থ্যের খোঁজ খবর নিজের তৃণমূলের আইনজীবী সাংসদ।

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। সংবিধান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সংসদে প্রবেশ করছিলেন নরেন্দ্র মোদী। সেই সময়ই তাঁর সঙ্গে মুখোমুখি দেখা হয় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনই মোদী নিজে থেকেই এগিয়ে এসে কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি বলেন, 'আপনার আঙুল কেমন আছে? আপনি কেমন আছেন?' হিন্দিতেই কল্যাণকে জিজ্ঞাসা করেন নরেন্দ্র মোদী। দ্রুত উত্তর দিয়ে পাল্টা মোদীর সঙ্গে কুশল বিনিময় করেন কল্যাণ। তিনি বলেন, 'এখন একদন ঠিক আছে। আপনি কেমন আছেন?' মোদীও ঘাড় নেড়ে হেসে জানান তিনি ভাল আছেন। এই কুশল বিনিময়ের পরই মোদী রাষ্ট্রপতির সঙ্গে এগিয়ে যায়। পরে কল্যাণ বলেন, 'এটাই শিষ্টাচার, এটাই ও সৌজন্য।'

Latest Videos

মাস দেড়েক আগে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক হয়েছিল। সেই সময় রীতিমত মেজাজ হারিয়ে কাচের বোতলে নিজের হাত কেটে ফেলেছিলেন কল্যাণ। তাঁর ডান হাতের বুড়ো আঙুলে ৬ট্ সেটাই পড়়েছিল। সেলাই কাটার পেরও ক্ষতস্থানে ব্যথা ছিল শ্রীরামপুরের সাংসদের। তবে এদিন সাংসদে কল্যাণ আর মোদীর কুশলবিনিময় দেখে অনেকেই অবাক হয়ে যায়। কল্যাণের সঙ্গে কয়েকজন তৃণমূল কংগ্রেস সাংসদ ছিলেন। তাঁরাও অবাক হয়ে যান।

তবে মোদীর কাছে এই ঘটনা নতুন কিছু নয়। বছর কয়েক আগেই তৃণমূলের প্রতিনিধি দল মোদীর কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিল। সেই দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই সময় তাঁর চোখের অপারেশন হয়েছিল। মোদী তাঁর চোখের খোঁজ খবর নিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, 'আপনার চোখ কেমন আছে?' মোদী নিয়ে উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়েরও খোঁজ খবর নিয়েছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র