IndiGo বিমান সংস্থার উড়ানে পরিষেবায় চরম সংকটের জেরে এবার আকাশছোঁয়া ভাড়া অন্যান্য বিমানেও। দিল্লি থেকে কলকাতায় আসার বিমানভাড়া ব্রিটেনের রাউন্ড ট্রিপের চেয়েও বেশি। কলকাতায় ফিরতে চেয়ে বিমান ভাড়ার তালিকা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ যাত্রীদের। কীভাবে গন্তব্যে পৌঁঁছবেন সেই চিন্তাতেই কয়েক লক্ষ বিমান যাত্রী।
25
দিল্লি-কলকাতা রুটে বিমান ভাড়া বৃদ্ধি
দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)-তে ভয়াবহ অচলাবস্থা এবং একের পর এক বিমান বাতিলের (Flight Cancellation) জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অভ্যন্তরীণ রুটের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিল্লি-কলকাতা রুটের বিমানভাড়া এতটাই বেড়েছে যে, ওই একই টাকায় লন্ডন (UK) ঘুরে আসা সম্ভব!
35
ভাড়া বেড়েছে দিল্লি-মুম্বই রুটের বিমানেও
দিল্লি ও মুম্বইয়ের মধ্যেকার অন্যতম ব্যস্ততম বিমান রুটে এখন ইকোনমি ক্যাটাগরির রিটার্ন ফ্লাইটের ভাড়া প্রায় ৬০,০০০ টাকা। সাধারণত, অন্যান্য দিনে, শেষ মুহূর্তে বুক করা হলেও এর খরচ হয় মাত্র এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ২০,০০০ টাকা। অন্যদিকে, একমুখী (one-way) যাত্রার জন্য বর্তমানে ভাড়ার অঙ্ক প্রায় ৩৫,০০০ টাকা। অসময়ে এই বিপুল পরিমাণ ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ।
দিকে, আগামীকাল হায়দ্রাবাদ যাওয়ার জন্য যারা টিকিট খুঁজছেন, তাদের ইকোনমি টিকিটের জন্য ৪৮,০০০ টাকারও বেশি খরচ করতে হবে। সাধারণত এই রুটের ভাড়া কদাচিৎ ৭,০০০ টাকার উপরে যায়। প্রতি মুহূর্তে বদলাচ্ছে দর। চাহিদা এবং অন্যান্য কারণের ভিত্তিতে এই বিমান ভাড়া প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়াচ্ছে। এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
55
দিল্লি-কলকাতা বিমান ভাড়া ইউরোপের চেয়েও মহার্ঘ!
দিল্লি থেকে কলকাতা রুটে বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে, যা সাধারণ যাত্রীদের জন্য রীতিমতো দুঃস্বপ্নের সৃষ্টি করেছে। বর্তমান সময়ে এই রুটের একমুখী (ওয়ান-ওয়ে) টিকিটের দাম প্রায় ৩২,০০০ টাকা। তবে, পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন এই রুটে যাতায়াতের (রাউন্ড ট্রিপ) খরচ গিয়ে দাঁড়ায় ৮৫,০০০ টাকা। এই অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির ফলে দিল্লি-কলকাতা রুটে যাতায়াত এখন ইউরোপ ভ্রমণের চেয়েও ব্যয়বহুল হয়ে উঠেছে। তুলনামূলকভাবে, দিল্লি থেকে আন্তর্জাতিক গন্তব্যগুলির ভাড়া অনেকটাই কম। দিল্লি থেকে লন্ডনের সবচেয়ে সস্তা বিমানের টিকিট ২৫,০০০ টাকার কাছাকাছি। অন্যদিকে, দিল্লি থেকে প্যারিসের ভাড়া ২৫,০০০ টাকারও নিচে রয়েছে।