Patna Kota Train: এসি ট্রেনের কামরাতেই পাতা মৃত্যুফাঁদ! পাটনা-কোটা ট্রেনে কি লুটেরাদের তাণ্ডব?

উত্তর ভারতে এক ধরনের লুটেরা দল সক্রিয় রয়েছে, যারা ট্রেনের যাত্রীদের মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে দিয়ে সব জিনিসপত্র লুঠ করে থাকে। এই ঘটনা তাদের দ্বারাই সংঘটিত হয়েছে কিনা, তার তদন্ত করছে পুলিশ। 

এসি ট্রেনের কামরার ভেতরে ঢুকে একের পর এক অসুস্থ হতে থাকলেন যাত্রীরা। এমনই অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করা গেল কোটা- পাটনা এক্সপ্রেসে (13237)। বারাণসী থেকে মথুরার পথে যাওয়ার সময় এই ট্রেনে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হঠাৎ করেই প্রাণ হারালেন ২ জন যাত্রী। কোন অজ্ঞাত কারণে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচের ভেতরে সুস্থ মানুষদের সঙ্গে এমন ঘটনা ঘটল, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন বাকি যাত্রীরা।

রবিবার সন্ধ্যায় উত্তর মধ্য রেলওয়ের আগ্রা বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, “রবিবার কোটা-পাটনা এক্সপ্রেস (13237) এর যাত্রীদের হঠাৎ করে শরীর ক্রমশ খারাপ হতে থাকে। এই সম্পর্কে আগ্রার রেলওয়ে কর্মকর্তাদের কাছে খবর পাঠানো হয়। যেসমস্ত যাত্রীদের শরীর খারাপ হয়েছিল, তাঁরা ছত্তিশগড়ের একজন নেতার দলের সদস্য ছিলেন। এই দলটি বারাণসী থেকে মথুরা যাচ্ছিল।” ওই দলের মধ্যে মোট ৯০ জন সদস্য এই ট্রেনের মধ্যে ছিলেন বলে জানা গেছে।

Latest Videos

ট্রেনে ওঠামাত্রই এক বৃদ্ধা বমি বমি ভাব এবং অসুস্থতা অনুভব করতে শুরু করেন। তাঁকে সামাল দিতে অন্যান্যরা ছুটে আসার পর একজন বৃদ্ধও একইভাবে অসুস্থতা অনুভব করতে শুরু করেন। তাঁদের সাহায্য় করার জন্য ট্রেনের আরপিএফ ও রেল আধিকারিকরা ছুটে আসেন। কিন্তু, শেষরক্ষা হয়নি। ৬২ বছরের এক বৃদ্ধা ও ৬৫ বছরের এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জন অসুস্থও হয়ে পড়েন। আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছনোমাত্র পাঁচজন অসুস্থ যাত্রীকে রেলওয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। অন্য একজন যাত্রী আগ্রার এসএন মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে অনেক মহিলাও আছেন।

কী কারণে সুস্থ যাত্রীরা হঠাৎ করে ট্রেনের এসি কামরার মধ্যে ঢোকামাত্রই অসুস্থ হয়ে পড়লেন, সেই বিষয়টি কোনওভাবে স্পষ্ট হয়নি। উত্তর মধ্য রেলওয়ের আগ্রা বিভাগের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, “স্বাস্থ্যের অবনতির সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা কঠিন, প্রাথমিক চিকিৎসার মূল্যায়ন থেকে বোঝা যায় যে, সম্ভাব্য কারণগুলি ডিহাইড্রেশন বা খাদ্যের বিষক্রিয়ার কারণে হতে পারে।” উত্তর ভারতে একদল লুটেরা গ্যাং খুবই সক্রিয়ভাবে কাজ করে, যারা ট্রেনের যাত্রীদের মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়ে তাঁদের সমস্ত জিনিসপত্র লুঠ করে নিয়ে পালিয়ে যায়। সেই দলের দুষ্কৃতীরাই কোটা-পাটনা ট্রেনের যাত্রীদের বিষ মেশানো মিষ্টি খাইয়ে দিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এবিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-

Pulwama News: পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম লস্কর-ই-তৈবা সংগঠনের শীর্ষ নেতা
জঙ্গিদের মেয়েদের সুস্থভাবে বড় করছেন অধিক কদম, সন্ত্রাসবহুল কাশ্মীরে এক দুর্দান্ত চ্যালেঞ্জ!

পাকিস্তানে একের পর এক গির্জায় আগুন! খ্রিষ্টানদের বাড়ি পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা করল UAE

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন