আধার কার্ড থেকে হাজার হাজার টাকা ব্যক্তিগত ঋণ, নেই কোনও ঝঞ্ঝাট- রইল আবেদনের পদ্ধতি

Published : Jan 25, 2025, 07:48 PM IST

জন্ম থেকে মৃত্যু - সবেতেই জরুরি আধার কার্ড। ব্যাঙ্কের কাজে আধার কার্ড আরও জরুরি। কিন্তু আপনি জানেন কি আধার কার্ড থেকে পাওয়া যায় ব্যক্তিগত ঋণও। 

PREV
110
আধার থেকে ঋণ

জন্ম থেকে মৃত্যু - সবেতেই জরুরি আধার কার্ড। ব্যাঙ্কের কাজে আধার কার্ড আরও জরুরি। কিন্তু আপনি জানেন কি আধার কার্ড থেকে পাওয়া যায় ব্যক্তিগত ঋণও।

210
ক্রেডিট লিমিট

আধার কার্ড থেকে যে কোনও গ্রাহক কমপক্ষে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পাওয়া যায়।

310
ব্যাঙ্ক লিঙ্ক

আধার কার্ড থেকে ঋণ নিতে গেলে অবশ্যই যে কোনও ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে।

410
রিজার্ভ ব্যাঙ্ক

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, আধার কার্ডের গ্রাহক ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান এবং ফিনটেক সংস্থা থেকে ব্যক্তিগত ঋণ নিতে পারেন। আবেদনে প্রাথমিক নথি হিসেবে আধার কার্ড জমা গিতে হবে।

510
সহজে ঋণ

আধার কার্ডের মাধ্যমে ঋণ নিতে গেলে আবেদনকারীকে মাসিক বা বার্ষিক আয়, ঠিকানার প্রমাণপত্র-সহ অন্যান্য নথি জম দিতে হবে না। অনলাইনেই ব্যক্তিগত ঋণের জন্য আবেদন জানাতে পারেন।

610
আরবিআই-এর গাইডলাইন

আধার কার্ড ভিত্তিক ব্যক্তিগত ঋণ কারা পাবেন তা নিয়ে আরবিআই-এর নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কটি বলেছে, সরকারি বা বেসরকারী সংস্থার বেতনভোগী, ব্যবসায়ী এবং স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্তরা এই পদ্ধতিতে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারবেন।

710
ঋণের ইতিহাস

যাদের সীমিত ক্রেডিটের ইতিহাস রয়েছে তারাই এই ঋণ পওয়া যোগ্য।

810
বয়সসীমা

২১-৬০ বছর পর্যন্ত আধার কর্ডের বিনিময় ব্যক্তিগত ঋণ নিতে পারবেন বলে জানিয়েছে আরবিআই।

910
আয়ের টাকা

আধার কার্ডের মাধ্যমে ঋণ নিতে হলে নূন্যতম আয় বা বেতন হতে হবে ১৫ হাজার টাকা। ক্রেডিট স্কোর ভাল হলে ঋণের অনুমোদনে সুবিধে হয়।

1010
দুইভাবে আবেদন

দুইভাবে আধার কার্ডের উপর ভিত্তি করে ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন গ্রাহক। প্রথমত, ঋণদাতা ব্যাঙ্ক, এনবিএফসি বা ফিনচেক সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে এই ঋণের জন্য আবেদন করতে পারেন তিনি। এ ছাড়া সংশ্লিষ্ট ঋণদাতাদের দফতরে গিয়েও আবেদনের ফর্ম পূরণ করা যাবে।

click me!

Recommended Stories