৬২ বছরে অবসর! আর্থিকা সুবিধা নাকি চ্যালেঞ্জের মুখে পড়বে সরকারি কর্মীরা?

৬০ বছর বয়সে অবসরের নিয়মের পর হঠাৎ এই পরিবর্তন হলে কি কর্মীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে?

 

Deblina Dey | N/A | Published : Jan 25, 2025 1:28 PM / Updated: Jan 25 2025, 01:38 PM IST
112

যদি সরকারি কর্মীদের অবসরের বয়স দুই বছর বাড়ানো হয়, তাহলে উপকার হবে পেনশন ও গ্র্যাচুইটির ক্ষেত্রে।

212

কারণ এই দুই খাতে চোখ বন্ধ করে বৃদ্ধি পাবে টাকার অঙ্ক। ৬০ বছরে অবসরের পর যা মিলত ৬২ বছরে অবসর করলে সেই অঙ্ক কম করে হলেও কয়েক হাজার টাকা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- অবসরের বয়স ৬২ হলে, পেনশন গ্র্যাচুইটি-সহ আরও কী কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা

312

দু বছর অবসরে বাড়লেই মিলবে অন্যান্য আরও সুযোগ ও সুবিধে। জান যাচ্ছে দ্রুত এই নিয়ম কার্যকর করা হবে।

আরও পড়ুন- 8th Pay Commission কার্যকর হলে বেতন ছাড়াও পেনশন হিসেবে প্রতি মাসে ১২৫০০০ টাকা অবধি মিলতে পারে

412

তবে এই অবসরের নিয়মের পরিবর্তন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতেই বাড়ানো হবে। তবে সরকারি ভাবে এই নিয়ম এখনও কার্যকর হয়নি।

আরও পড়ুন- 8th Pay Commission সপ্তম কমিশনের মতো একই ভাবে গঠন হলেই, সরকারি কর্মীদের মোটা বেতন ঢুকবে ঘরে

512

৬০ বছর বয়সে অবসরের নিয়মের পর হঠাৎ এই পরিবর্তন হলে কি কর্মীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে?

612

কাজের পরিমানের কথা বাদ দিলেও একজন কর্মীর এত বছরের অভিজ্ঞতা যদি দেশ চালানোর ক্ষেত্রে কার্যকর হতে পারে তবে কর্মক্ষেত্রে নয় কেন?

712

একজন পৌঢ়ের অভিজ্ঞতা ও যুবকদের কর্মদক্ষতা এই দুই শক্তিকে কাজে লাগাতে পারলেই যে কোনও ক্ষেত্রে তা দ্বিগুণ ফল দেবে।

812

ফলে ৬২ কেন ৬৫ বছর বয়সে কাজ করলেও সেই ব্যক্তির অভিজ্ঞতা দাম স্বর্ণের সমান। আর সেই দুর্লভ অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে সরকার।

912

তবে এই অবসরের বয়স বৃদ্ধি নির্ভর করছে কর্মীর উপরেই চাইলে করতে পারেন নয়তো ৬০ বছরেই অবসর।

1012

তবে কর্মীরা অতিরিক্ত দুই বছরের চাকরির সবচেয়ে বড় সুবিধা পাবে গ্র্যাচুইটিতে। কারণ গ্র্যাচুইটি নির্ধারণ করা হয়ে শেষ বেতন কতটা তার ভিত্তিতে ফলে দুই বছর অতিরিক্ত চাকরির সময় পেলে গ্র্যাচুইটিতে মিলবে কর্মীদের বিশেষ সুবিধা।

1112

আবার পেনশনের ক্ষেত্রেও মিলবে সুবিধা কারণ সরকারি নিয়ম অনুসারে জাতীয় পেনশন প্রকল্পে অবদান রাখতে হবে ফলে পেনশন খাতেও অতিরিক্ত ২৪ মাসের টাকা জমবে।

1212

অতিরিক্ত দুই বছরের চাকরির সুবিধা পাওয়ায় কর্মচারীরা অবসরের বয়স বৃদ্ধি এবং পেনশনে স্বস্তি সেই সঙ্গে আরও বহু সুবিধা মিলবে কর্মীদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos