একধাক্কায় ২০ টাকা দাম কমবে পেট্রোলের! দেশবাসীকে খুশির খবর জানাল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী, কবে থেকে জারি নতুন মূল্য?

Published : Jan 03, 2025, 11:17 AM IST

একধাক্কায় ২০ টাকা দাম কমবে পেট্রোলের! দেশবাসীকে খুশির খবর জানাল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী, কবে থেকে জারি নতুন মূল্য?

PREV
18

এবার কমবে পেট্রোলের দাম! একধাক্কায় অনেক টাকা কমতে চলেছে পেট্রোলের দাম।

28

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি জানিয়ছেন, যে খুব শীঘ্রই সারা দেশে দাম কমে যাবে পেট্রোলের।

38

এবার সারা দেশে মিলবে ইথানল মেশানো পেট্রোল যার ফলে বেশ অনেকটা দাম কমে যাবে পেট্রোলের।

48

খুব তাড়াতাড়ি পেট্রোল পাম্পে মিলবে এই পেট্রোল। এই পেট্রোলের দাম ২০ টাকা কম হবে বলে জানা গিয়েছে।

58

ইতিমধ্যেই ইথানল চালিত গাড়ি তৈরি করেছে চয়োটা। এই গাড়ির জ্বালানি খরচ প্রতি লিটারে মাত্র ২৫ টাকা।

68

এই ধরনের আরও ইথানল চালত গাড়ি বাজারে আসবে বলে জানিয়েছেন পরবহণ মন্ত্রী।

78

ফ্লেক্স জ্বালানী হল একটি বিকল্প জ্বালানী। ইথানল বা মিথানল পেট্রোলের সঙ্গে মিলিয়ে ফ্লেক্স জ্বালানী তৈরি করা হয়। এতে পেট্রোল খরচ কম ও সস্তা হবে বলে জানা গিয়েছে।

88

২০৩০ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্য নির্ধারণ করেছে। যা পেট্রোল ও ডিজেলের চাহিদা অনেকটা কমিয়ে দেবে।

click me!

Recommended Stories