তুমি রবে নীরবে-- মৃত্যুর পরেও সঙ্গীর মনে ঠাঁই, স্ত্রীর সঙ্গ ছাড়েননি অশীতিপর, ভাইরাল ভিডিও

এ গল্পে কোনও ডেট নেই, কোনও ক্যান্ডেল লাইট ডিনার নেই, কোনও হাতে হাত, চোখে চোখে রাখা নেই। এ এক নিখাদ প্রেমের গল্প। জীবনের পরেও যেখানে সঙ্গী থেকে যান আরেক সঙ্গীর মনের মণিকোঠায়।

চলছে ভ্যালেস্টাইনস ডে সপ্তাহ। Love is in the air। তাই প্রেমের গল্প এখন আকাশে বাতাসে। ৮ই ফেব্রুয়ারি প্রোপজ ডে। এরই মাঝে সামনে এল যুগ পেরোনো প্রেমের গল্প। তবে এটা গল্প হলেও সত্যি। এ গল্পে কোনও ডেট নেই, কোনও ক্যান্ডেল লাইট ডিনার নেই, কোনও হাতে হাত, চোখে চোখে রাখা নেই। এ এক নিখাদ প্রেমের গল্প। জীবনের পরেও যেখানে সঙ্গী থেকে যান আরেক সঙ্গীর মনের মণিকোঠায়।

এ গল্প পঞ্জাবের এক গ্রামের। সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে অশীতিপর বৃদ্ধ খাটিয়ার পায়া ঠিক করছেন কাঠ দিয়ে ঠুকে ঠুকে। সেখানে এক যুবক এসে কথা বলতে শুরু করে। জানতে চায় তাঁর মানিব্যাগের কথা। তা বলতেই বৃদ্ধ মানিব্যাগ খুলে বের করে দেখান। সেখানে রাখা সাদা কালো পাসপোর্ট সাইজের মলিন এক বৃদ্ধার ছবি।

Latest Videos

কে তিনি! বৃদ্ধ লোকটি তাঁকে উত্তর দিয়ে ছবিটি বের করে যুবকটিকে দেখায়। যুবক জিজ্ঞাসা করেন উনি চলে গেছে কত বছর? তারপর বৃদ্ধ বলে যে মারা গেছে দুই বছর হয়ে গিয়েছে। ছবির মহিলা তাঁর স্ত্রী। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখানো প্রেমের যুগে এরকম সম্পর্ক আজ সত্যিই বিরল। এই বৃদ্ধ বলেছেন - "উনি মারা গিয়েছে দুই বছর আগে। আমি তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁর সঙ্গে ছিলাম এবং এখনও সে আমার সঙ্গে আছে। এই ছোট ভিডিয়োটি প্রেমময় সম্পর্কের একটি ভিন্ন চিত্র তুলে ধরে।

 

 

এই ভাবে মানুষ সারা জীবনে কারও প্রতি ভালোবাসা দেখাতে পারে না, এমনই মনে করে আজকের প্রজন্ম। কিন্তু তা যে কত বড় ভুল, তা প্রমাণ করে দিয়েছে এই ছোট্ট ভিডিওটি। এই কারণেই ইউজাররা এই ভিডিয়োটি খুব পছন্দ করছেন। এটি ইনস্টাগ্রামের @simran_panjab_clicks -এ শেয়ার করা হয়েছে। এই ব্যাপক ভাবে ভাইরাল হওয়া ভিডিয়োটি এখনও পর্যন্ত 5 লাখের বেশি লাইক পেয়েছে। এর থেকে ধারণা করা যায় যে ভিডিয়োটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral