অযোধ্যায় নরেন্দ্র মোদী পৌঁছনোর পরের মূহূর্তের ছবি, দেখুন গর্ভগৃহের এক্সক্লুসিভ দৃশ্য

সকাল থেকেই অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে গোটা অযোধ্যা সেজে উঠেছে। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় গিয়েছেন অতিথিরা। ঠিক বেলা বারোটায় অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Parna Sengupta | Published : Jan 22, 2024 7:42 AM IST

117

রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে গোটা অযোধ্যা সেজে উঠেছে। পৌঁছেছেন ভিভিআইপিরা।

217

দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় গিয়েছেন অতিথিরা। ঠিক বেলা বারোটায় অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

317

গর্ভগৃহে রামলালার জীবন পবিত্র করা হয়েছে। ঠিক সময়ে শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান।

417

প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান সঙ্ঘচালকের উপস্থিতিতে রামলালার জীবন পবিত্র করা হয়েছিল।

517

এই প্রাণ প্রতিষ্ঠা উৎসব অভিজিৎ মুহুর্তে ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্রতার জন্য রুপোর ছাতা নিয়ে এসেছিলেন।

617

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে একটি ছবি এসেছে যা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধ্বী ঋতম্বরা ও উমা ভারতী।

717

ক্রিম রঙের কুর্তা এবং সাদা ধুতি এবং উত্তরীয় পরে আসেন প্রধানমন্ত্রী মোদী।

817

তাঁর হাতে একটি বিশেষ উপহার (একটি রূপার ছাতা) ছিল, যা নিয়ে তিনি মন্দিরের গর্ভগৃহে পৌঁছেছিলেন।

917

ধীরে ধীরে তিনি সিঁড়ি বেয়ে মন্দিরের গর্ভগৃহে যান যেখানে তিনি প্রথমে পুরোহিতের কাছে নৈবেদ্য হস্তান্তর করেছিলেন।

1017

এরপর গর্ভগৃহে বসে তিলক লাগান প্রধানমন্ত্রী মোদী।

1117

রাম লল্লার পবিত্রতার আগে, প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্কও শেয়ার করেছিলেন।

1217

তার এই পোস্টের সাথে লেখা হয়েছে এই ঐশ্বরিক কর্মসূচীর একটি অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জয় সিয়া রাম!

1317

এদিন রামের মূর্তির রূপ সবার নজর কেড়েছে। কালো মূর্তিতে সোনা ও মণিমুক্তোর গয়নায় সেজে উঠেছিলেন রাম লালা। 

1417

গর্ভগৃহে পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। 

1517

অযোধ্যা রামমন্দিরে আগেই পৌঁছে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।

1617

ভিভিআইপি অতিথি তালিকায় ছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। এদিন রাম মন্দিরের সামনে ছবি তোলেন তিনি।

1717

গর্ভগৃহের কাছে ঘট স্থাপন করে পুজো করেন মোদী। শেষ হয় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos