কংগ্রেসে যোগ দেওয়ানোর জন্য ৭০ বার বৈঠক ডেকেছিলেন প্রশান্ত, ভোটের মুখে চাঞ্চল্যকর দাবি সিধুর

পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজোৎ সিং সিধু নয়, আসন্ন ভোটে চরণজিত সিং চান্নিকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে কংগ্রেস। তারপর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা চর্চা। 

দিন যত গড়াচ্ছে বাকি চার রাজ্যের মত পঞ্জাহেক বাড়ছে ভোটের উত্তাপ। এদিকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজোৎ সিং সিধু নয়, আসন্ন ভোটে চরণজিত সিং চান্নিকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে কংগ্রেস। তারপর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা চর্চা। এমনকী সিধুর রাজনৈতিক ভবিষ্যত নিয়েও উঠে গিয়েছে নানা প্রশ্ন। এদিকে অমৃতসরের প্রাক্তন বিজেপি সাংসদ সিধু ২০১৭-র জানুয়ারিতে পঞ্জাবে বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সিধু। যা নিয়ে তৈরি হয়েছে নতুন চাপানউতর। সিধুর দাবি কংগ্রেসে যোগ দেওয়ার আগে ৭০ বারেরও বেশি ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। 

আর এই সমস্ত বৈঠকেরই আয়োজন করেন প্রশান্ত কিশোর।  এই প্রসঙ্গে সিধু বলেন, ‘‘আমাকে কংগ্রেসের যোগ দেওয়ানোর জন্য প্রায় ৭০ বার বৈঠক করেছিলেন প্রশান্ত। সেই সময় প্রশান্ত আমাকে এও বলেছিলেন এমনিতে পঞ্জাবে কংগ্রেস ৩০-৩৫টির বেশি আসন পাবে না। কিন্তু আপনি দলে এলে অন্তত ৭-৮ শতাংশ সুইং হবে কংগ্রেসের পক্ষে।’’ ওইবার পঞ্জাবের মোট ১১৭টি বিধানসভা আসনের মধ্যে ৭৭টিতে জিতে ক্ষমতা দখল করে কংগ্রেস। অমৃতসর-পূর্ব আসন থেকে জিতে মন্ত্রী হন সিধু। এদিকে ২০১৭-র জানুয়ারিতে পঞ্জাবে বিধানসভা ভোটের মাস ছ’য়েক আগেই সাংসদ পদ ছাড়েন তিনি। ওই সময় বিজেপি ছাড়ার পর প্রাথমিক ভাবে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিতে যোগদানের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যা নিয়েও তৈরি হয়েছিল চাপা গুঞ্জন। এই সময়ই সিধুর সঙ্গে ৭০ বারের বেশি সময় বৈঠক করেছে প্রশান্ত কিশোর এমনটাই দাবি প্রাক্তন বিজেপি সাংসদের। 

Latest Videos

আরও পড়ুন- রাতের রাস্তায় পঞ্জাবে ভয়াবহ দুর্ঘটনা, কনভয় থামিয়ে আহতদের প্রাণ বাঁচালেন সোনু সুদ

আরও পড়ুন- 'সবই হচ্ছে একটা পার্টির জন্য', সুষ্ঠু পুরভোটের দাবিতে কমিশনে গিয়ে তোপ বিজেপির

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর দিনটি পঞ্জাবের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই দিনেই পাঞ্জাবের কারিগরি শিক্ষামন্ত্রী চরণজিৎ সিং চান্নি হঠাৎ করেই মুখ্যমন্ত্রী হন। হঠাৎ করেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়ে চান্নির নামে বাজি রেখেছিল কংগ্রেস হাইকমান্ড। পঞ্জাব কংগ্রেসের সভাপতি হয়েও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি নভজ্যোত সিং সিধু। সেই সময়ের পর থেকেই দলের সঙ্গে সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছে না এই রাজনীতিকের। তাঁর নতুন মন্তব্যের মধ্য দিয়ে দলে তার গুরুত্বের কথাটাই নতুন করে এই কংগ্রেস নেতা মনে করিয়ে দিতে চাইলেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের। 

আরও পড়ুন- বড় পর্দায় কাশ্মীরি পণ্ডিতদের দুঃখ-দুর্দশার গল্প, ১১ মার্চ মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস

আরও পড়ুন- একযোগে হল লক্ষ্মী-সরস্বতী পুজো, ভোগ নিবেদন করতে শালবনীতে হাজির বিধায়ক জুন মালিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের