সংক্ষিপ্ত

শিশির বাজোরিয়ার মতে বিরোধীদের এখানে কোন মতামতের প্রয়োজন নেই সবটাই একটার পার্টির জন্য হচ্ছে বলে মনে হচ্ছে ! এই রাস্তায় হেঁটে আদপে নাম না করে তৃণমূলকেই আক্রমণ করেছে বিজেপি। 
 

দিন যত এগিয়ে আসছে ততই গোটা রাজ্যজুড়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ।  এদিকে সামনেই চার পৌরসভার ভোট। এই ভোটের প্রাক্কালে বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানাতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন বিজেপির দুই  সদস্যের প্রতিনিধি দল। শিশির বাজোরিয়া ও লোকনাথ চ্যাটার্জী দেখা করলেন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে।  বিজেপির তরফে জানালেন নানা অভিযোগ। যা নিয়েই বর্তমানে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 


এমনকীঅভিযোগ জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপও দাগেন তারা। বিজেপি-র দাবি ছিল যে চারটি পুরসভার ভোট আছে আগামী ১২ তারিখ ও অন্যান্য যে ১০৮টি মিউনিসিপ্যালিটিতে পুরসভা ভোট আছে সেখানের প্রচারের সময়সীমা বাড়াতে হবে। কিন্তু কোনও একটি দল রাত ৯টা পর্যন্ত প্রচার করার পক্ষে বলেছিল সেটাতেই মত দিয়েছে নির্বাচন। এদিন এমনও অভিযোগ তোলেন শিশির বাজোরিয়া। যা নিয়ে শুরু হয়েছে নতুন তরজা। 

আরও পড়ুন- ১০-১৫ দিনে নেতা জন্মায় না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সিধুর নাম বাদ যেতেই দলের অবস্থান স্পষ্ট করলেন রাহুল
আরও পড়ুন- চান্নিতেই ভরসা রাহুলের, সিধুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শুরু জোর জল্পনা
শিশির বাজোরিয়ার মতে বিরোধীদের এখানে কোন মতামতের প্রয়োজন নেই সবটাই একটার পার্টির জন্য হচ্ছে বলে মনে হচ্ছে ! এই রাস্তায় হেঁটে আদপে নাম না করে তৃণমূলকেই আক্রমণ করেছে বিজেপি। দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি প্রতিনিধি দল অভিযোগ করেছেন প্রার্থীদের ভয় দেখালেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। বিজেপির দাবি ভোটারদের মধ্যে আস্থা অর্জন করতে হবে নির্বাচন কমিশনকে। যা এখন তারা করছে না। 

আরও পড়ুন- মুম্বইয়ের বড় অংশের ডিভোর্স হয় যানজটের কারনেই, দেবেন্দ্র ফড়নবিশে স্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য
আরও পড়ুন- বাড়ছে ভোটের উত্তাপ, পঞ্জাবে মোদী নামে নতুন গানে সাড়া ফেলল বিজে


 সেইসঙ্গে নির্বাচনের সময়সীমা শেষ ৭২ ঘন্টা ছিল সেটা কমিয়ে দিয়ে ৪৮ ঘন্টা করা হয়েছে। এই বিষয়ে কোনও লিখিত দেওয়া হয়নি। সেইজন্য যখন ভারতীয় জনতা পার্টির প্রচার হচ্ছে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে চারটি পুরসভার ক্ষেত্রে যে নির্বাচন হবে ১২ তারিখে তাঁর প্রত্যেকটি বুথে ওই ওয়ার্ডের কোনও বাসিন্দা এজেন্ট হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। যা নিয়ে একাধিক বিষয়ে মুখ খুলেছে পদ্ম শিবির। তাদের দাবি আসন্ন সমস্ত ভোটেই ওয়ার্ডের যেকোনও ভোটার যেন প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারে যেকোন বুথে। একইসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া আরও জানান এলাকা ধরে ধরে কিছু অভিযোগ জানানে হয়েছে কমিশনের কাছে।