PM-kisan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ অগস্ট নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM-kisan প্রকল্পের ২০তম কিস্তির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ অগস্ট নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM-kisan প্রকল্পের ২০তম কিস্তির উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন দেশের ৯ কোটি ৭ লক্ষেরও বেশি কৃষক। নরেন্দ্র মোদী সবমিলিয়ে ২০.৫০০ কোটি টাকার সরকারি আর্থিক প্রকল্পের সুবিধের কথা ঘোষণা করবেন।
25
২০১৯ সাল থেকে প্রকল্প শুরু
২০১৯ সাল থেকে চলছে এই প্রকল্পটি। এই প্রকল্পের ১৯তম কিস্তির মাধ্যমে কৃষকরা পেয়েছেন ৩.৬৯ কোটি টাকা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করে ছিল কেন্দ্রের মোদী সরকার। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকার অর্থনৈতিক সুবিধে দিয়ে থাকে। তিনটি কিস্তিতে টাকা বিলি করা হয় কৃষকদের মধ্যে। তবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা বিলি করা হয়।
35
প্রকল্পের উদ্দেশ্য
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (SMF) আয় বৃদ্ধির লক্ষ্যে, PM-KISAN প্রকল্প চালু করা হয়েছে।
প্রতিটি ফসল চক্রের শেষে প্রত্যাশিত কৃষি আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সঠিক ফসলের স্বাস্থ্য এবং উপযুক্ত ফলন নিশ্চিত করার জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহের ক্ষেত্রে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক চাহিদা পূরণ করে।
এটি তাদের এই ধরনের খরচ মেটানোর জন্য মহাজনদের খপ্পরে পড়া থেকে রক্ষা করবে এবং কৃষিকাজে তাদের ধারাবাহিকতা নিশ্চিত করবে।
২০তম কিস্তির টাকা পেয়েছেন কিনা তা জানাযাবে অনলাইনে। প্রথম শর্তই হল সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। কেওয়াইসি দিতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এ যান।
স্টেটাস লিঙ্ক খুঁজুন। মূল পৃষ্ঠায় থাকবে।'আপনার স্টেটাস জানুন'এইখানে ক্লিক করুন।
নিজের বিবরণ লিখুন। নিজের আধার নম্বর বা প্রধানমন্ত্রী - কিষাণ -এর রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
তারপর এন্টার দিন। তারপরই স্ক্রিনে দেখাযাবে অর্থ প্রাপ্তির তালিকায় সংশ্লিষ্টের নাম রয়েছে কিনা।
55
eKYC চেক-এর পদ্ধতি
আপনার eKYC হয়েছে কিনা তা দেখাবে স্ট্যাটাস পেজেই। eKYC সম্পূর্ণ হলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে।