BJP Presidential Election News: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই বিহারে বিধানসভা ভোট। আপাতত ভোটই পাখির চোখ বিজেপির। ফলে ফের পিছিয়ে যেতে পারে নাড্ডার উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
জগৎপ্রকাশ নাড্ডার উত্তরসূরি বাছাইয়ের কাজ ফের পিছিয়ে যেতে পারে। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন আপাতত স্থগিত রাখা হতে পারে। কারণ, দলের অন্দর সূত্রে খবর আগামী ৯ সেপ্টেম্বর উপ রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হলেই আবার পুরোদমে শুরু করা যেতে পারে বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের কাজ।
25
আপাতত সভাপতি পদেই বহাল থাকবেন নাড্ডা?
বিজেপি সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর মাসে বিহারে হবে বিধানসভা ভোট। যারফলে সেই সময় পর্যন্ত অর্থাৎ আরও তিন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সভাপতি পদে বহাল রাখা হতে পারে জেপি নাড্ডাকে। কারণ, বিহারের নির্বাচনের সময় নাড্ডাকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
35
কবে ফুরিয়েছে নাড্ডার সভাপতি পদের মেয়াদ?
সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই বিজেপির কেন্দ্রীয় সভাপতি হিসেবে মেয়াদ ফুরিয়ে গিয়েছে জেপি নাড্ডার। তারপরও সেই পদে এখনও বহাল রয়েছেন তিনি। যদিও সম্প্রতি বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি হিসেবে চলছিল নাম বাছাই প্রক্রিয়া। দৌড়ে এগিয়েছিলেন অনেকেই। কিন্তু গত জুলাই মাসে আচমকা উপ রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় ইস্তফা দিতেই গোলমালের সূত্রপাত। এখন ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজেপির সভাপতি বাছাইয়ের কাজ স্থগিত থাকবে বলেই খবর।
যদিও বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি কে হবেন? তা নিয়ে দলের অন্দরে এবং আরএসএস শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়ে গিয়েথে গেরুয়া শিবিরের। কিন্তু তারপরও একের পর এক কারণে বারবার পিছিয়ে যাচ্ছে এই সভাপতি নির্বাচনের কাজ।
55
অন্যান্য রাজ্যে শেষ সভাপতি নির্বাচন
এদিকে জাতীয় সভাপতি নির্বাচনে ঢিলেমি হলেও দেশের অন্যান্য রাজ্য তথা পশ্চিমবঙ্গেও সদ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন চলছে কমিটি গঠনের প্রক্রিয়া। সূত্রের খবর, বঙ্গ বিজেপিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে নানা রাজনৈতিক সমীকরণ ও দলের অভ্যন্তরীণ শৈলীতে চলছে সরগরম প্রস্তুতি। তবে এখন দেখার দিল্লিতে নাড্ডার উত্তরসূরি হিসেবে কে নির্বাচিত হন।