PM Kisan: দারুণ খবর! অ্যাকাউন্টেে ঢুকবে কড়কড়ে ২ হাজার, জেনে নিন কবে মিলবে ২০ তম কিস্তির টাকা

Published : Jul 09, 2025, 08:36 AM ISTUpdated : Jul 09, 2025, 08:41 AM IST

পিএম কিষাণ যোজনার ২০ তম কিস্তির টাকা শীঘ্রই মিলবে। জুলাই মাসে নোটিস জারি হতে পারে। টাকা পেতে কেওয়াইসি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

PREV
110

ভারতের কোটি কোটি কৃষকদের জন্য দারুণ খবর। এবার নয়া তথ্য এল পিএম কিষাণ যোজনা নিয়ে।

210

২০ তম কিস্তির অপেক্ষা শেষ হতে চলেছে। এই যোজনা কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। যার দ্বারা ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা।

410

জানা যাচ্ছে, শীঘ্রই মিলবে ২০ তম কিস্তির টাকা। জুলাই মাসের জারি হতে পারে নোটিস। ১৯ তম কিস্তির খবর জারি হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।

510

সাধারণত প্রতি কিস্তির মধ্যে ৪ মাসের ব্যবধান তাকে। এই হিসেবে জুলাই মাসেই আসবে খবর। এখন প্রশ্ন হল এই টাকা পেতে হলে কী করতে হবে কৃষকদের?

610

এই টাকা পেতে হলে সবার আগে কেওয়াইসি জমা করুন। ই কেওয়াইসি দিতে পারেনয তা না হলে আটকে যাবে টাকা।

710

ব্যাঙ্কে অ্যাকাউন্টের আইএফএসসি কোড, আধার লিঙ্ক বা অন্যান্য তথ্য আজই আপডেট করান। তা না হল আটকে যেতে পারে টাকা।

810

pmkisan.gov.in এ গিয়ে আপডেট করতে পারেন কেওয়াইসি। তেমনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করুন। এতে বুঝতে পারবেন সেখানে কোনও সমস্যা আছে কি না।

910

অনেক কৃষকের আশা করেছিলেন জুনের শেষেই ঢুকবে টাকা। কিন্তু, তা হয়নি। ফলে আশা করা হচ্ছে এই জুলাই মাসেই মিলবে যোজনার টাকা।

1010

কিন্তু নানান কারণে তা পিছিয়ে গিয়েছে। তবে, এই মাসেই মিলবে ২০ তম কিস্তির টাকা। টাকা পেতে আগে থেকে ব্যাঙ্কের কাজ করে নিন।

Read more Photos on
click me!

Recommended Stories