ভারতের কোটি কোটি কৃষকদের জন্য দারুণ খবর। এবার নয়া তথ্য এল পিএম কিষাণ যোজনা নিয়ে।
২০ তম কিস্তির অপেক্ষা শেষ হতে চলেছে। এই যোজনা কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। যার দ্বারা ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা।
প্রতি কিস্তিতে ২ হাজার করে ঢোকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রকল্প চালু করেছে মোদী সরকার।
জানা যাচ্ছে, শীঘ্রই মিলবে ২০ তম কিস্তির টাকা। জুলাই মাসের জারি হতে পারে নোটিস। ১৯ তম কিস্তির খবর জারি হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।
সাধারণত প্রতি কিস্তির মধ্যে ৪ মাসের ব্যবধান তাকে। এই হিসেবে জুলাই মাসেই আসবে খবর। এখন প্রশ্ন হল এই টাকা পেতে হলে কী করতে হবে কৃষকদের?
এই টাকা পেতে হলে সবার আগে কেওয়াইসি জমা করুন। ই কেওয়াইসি দিতে পারেনয তা না হলে আটকে যাবে টাকা।
ব্যাঙ্কে অ্যাকাউন্টের আইএফএসসি কোড, আধার লিঙ্ক বা অন্যান্য তথ্য আজই আপডেট করান। তা না হল আটকে যেতে পারে টাকা।
pmkisan.gov.in এ গিয়ে আপডেট করতে পারেন কেওয়াইসি। তেমনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করুন। এতে বুঝতে পারবেন সেখানে কোনও সমস্যা আছে কি না।
অনেক কৃষকের আশা করেছিলেন জুনের শেষেই ঢুকবে টাকা। কিন্তু, তা হয়নি। ফলে আশা করা হচ্ছে এই জুলাই মাসেই মিলবে যোজনার টাকা।
কিন্তু নানান কারণে তা পিছিয়ে গিয়েছে। তবে, এই মাসেই মিলবে ২০ তম কিস্তির টাকা। টাকা পেতে আগে থেকে ব্যাঙ্কের কাজ করে নিন।
Sayanita Chakraborty