জানুয়ারি মাসে দেওয়া হতে পারে এই প্রকল্পের আরও ২ হাজার টাকা, দেখেনিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে তো

Published : Nov 07, 2024, 09:25 PM IST
500 rupee

সংক্ষিপ্ত

২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী কিষান যোজনের অধীনে ১৮তম কিস্তির টাকা মিটিয়ে দিয়েছে। এতে উপকৃত হয়েছে দেশের ৯.৪ কোটিরও বেশি কৃষক। 

কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের মাধ্যমে। এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। কৃষকদের চাষাবাদ ও জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্যই এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে ১৮ কিস্তির টাকা দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ঘোষণা করা হতে পারে ১৯তম কিস্তির দিনক্ষণষ

২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী কিষান যোজনের অধীনে ১৮তম কিস্তির টাকা মিটিয়ে দিয়েছে। এতে উপকৃত হয়েছে দেশের ৯.৪ কোটিরও বেশি কৃষক। প্রত্যেক কৃষককে সরাসরি ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবার ১৯তম কিস্তির টাকা ঘোষণা করার কথা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারনা আগামী বছর জানুয়ারির মাসের মধ্যেই ঘোষণা করা হতে পারে ১৯তম কিস্তির। প্রকল্পের নিয়ম অনুযায়ী চার মাস অন্তর কিস্তির টাকা দেওয়া হয়। অর্থাৎ বছরে তিন বার ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়।

কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে হলে-

অনেক সময় দেখা যায় উপভোক্তরা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা পেয়ে সমস্যয় পড়েন। এই প্রকল্পের টাকা পাওয়ার নিয়মগুলি হল-

১। উপভোক্তা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT বা ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকতে হবে। এটি সক্রিয় না থাকলে অ্যাঙ্কাউন্টে টাকা ঢুকবে না।

২। e-KYC বা আধার কার্ডের লিঙ্ক করা থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। এটি উপভোক্তা কৃষককে অবশ্যই করাতে হবে।

৩। কৃষকদের জমি যাচাই প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ। এটিতে সমস্যা হলে টাকা আটকে যেতে পারে। সঠিক তথ্যের প্রয়োজন রয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন