'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published : Dec 07, 2025, 10:15 AM IST

PM Modi On India GDP Growth: দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে জিডিপি ইস্যুতে বিরোধীদের তুলোধনা নমোর। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যাালারি…

PREV
15
দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

চলতি বছরের এপ্রিল মাস থেকে দেশের আর্থিক ক্ষেত্রে ঘটেছে ব্যাপক শ্রীবৃদ্ধি। সম্প্রতি এই সুখবর শুনিয়েছে মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ। তাদের রিপোর্টে দাবি, এপ্রিল-জুনের ৭.৮ শতাংশ আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে পরের তিন মাসের হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশে পৌঁছে গিয়েছে। ভারতের এই আর্থিক উন্নয়ন নিয়ে বিরোধীদের একহাত নিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

25
কী বলছেন প্রধানমন্ত্রী?

এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, ‘’কয়েক দশক আগে পর্যন্ত ভারতের ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃদ্ধির হার আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হত।''  প্রধানমন্ত্রীর দাবি, গত এক দশকে তাঁর শাসনকালে সেই পরিস্থিতি বদলেছে। উলটে ভারত এখন বিশ্বগুরু, গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বলেও বিরোধীদের কটাক্ষ ছুড়ে সরব হয়েছেন তিনি। 

35
প্রধানমন্ত্রীর দাবি

সূত্রের খবর, শনিবার ২৩তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘’আমরা এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন একবিংশ শতাব্দীর প্রথম ভাগ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিশ্ব অনেক উত্থান-পতন দেখেছে। অর্থনৈতিক সংকট, কোভিড মহামারী ইত্যাদি।'' 

45
প্রধানমন্ত্রীর দাবি

তিনি আরও বলেন যে, ‘’এই পরিস্থিতি কোনও না কোনও ভাবে দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে… আজকের পৃথিবী অনিশ্চয়তায় ভরা। এই সংকটের মধ্যেই ভারত এক ভিন্ন ধারায় হাজির হচ্ছে। ভারত আত্মবিশ্বাসী। যখন বাকি পৃথিবী মন্দার মুখে, ভারত তখন আর্থিক বৃদ্ধির কাহিনি লিখছে। যখন বিশ্ব আস্থাহীনতায় ভুগছে, তখন ভারত আস্থার স্তম্ভ হয়ে উঠছে।'' 

55
কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রীর

শুধু ভারতের আর্থিক শ্রীবৃদ্ধি নিয়েই বক্তব্য রাখেননি তিনি। সরব হয়েছেন কংগ্রেসের পুরনো পদ্ধতি নিয়েও। তিনি জানান, যেখানে কংগ্রেস আমলে সরকারের নিজেদের নাগরিকদের ওপরেই ভরসা ছিলো না। সেখানে তারা ভারতের শ্রীবৃদ্ধি, আর্থিক ক্ষেত্রে উন্নয়ন ঘটাবেন কী করে? 

Read more Photos on
click me!

Recommended Stories