ত্রিপুরাবাসীকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান মোদীর, ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী।

 

কড়া নিরাপত্তায় চলছে ত্রিপুরার ভোট গ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ রাজ্যের জনগণতে গণতন্ত্রের স্বার্থে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিস সাহা বিজেপি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার ক্ষমতায় ফিরবে বলে ভোট দিয়ে আশা প্রকাশ করেছেন।

ত্রিপুরার ক্ষমতা দখল বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। উত্তর পূর্বে ছোট্ট এই রাজ্যে পাঁচ বছর আগে বিজেপি ২৫ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিল। এক দিনে বিজেপি যখন ক্ষমতা দখলে মরিয়া অন্যদিকে তখন বামের ত্রিপুরার মসনদ ফিরে পেতে জোর টেষ্টা করছে।

Latest Videos

বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ত্রিপুরার মানুষকে রেকর্ড সংখ্য ভোট দেওয়ার আহ্বার জানিয়েছেন। তিনি বলছেন গণতন্ত্রের উৎসবকে আরও শক্তিশালী করতে হবে। মোদী বলেন, 'ত্রিপুরার মানুষকে রেকর্ড সংখ্যক ভোট দিতে ও গণতন্ত্রণের উৎসবকে আরও শক্তিশালী করার অনুরোধ জানাচ্ছি। 'মোদী এদিন বিশেষভাবে রাজ্যের তরুণদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

অন্যিদকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আর উন্নয়নের স্বার্থে ভোট দান করার আহ্বান জানিয়েছেন। অমিত শাহ বলেন,'আমাদের ত্রিপুরার ভাই ও বোনেদের তাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। ' রাজ্যের একটি উন্নয়নমূলক সরকার গঠন করতে ও শান্তি স্থাপনে রাজ্যের মানুষের সাহায্য তিনি প্রার্থনা করেছেন।

অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মানিক সাহা নিজের ভোট দেওয়ার পরে রাজ্যের বিজেপি দ্বিতীয়ারের জন্য ক্ষমতা দখল করবে বলেও আশা প্রকাশ করেছেন। তিনি বলেন প্রার্থনা করেই বাড়ি থেকে বেরিয়েছেন। বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে। রাজ্যে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন ত্রিপুরায় দল ভাল পারফরম্যান্স করবে এই বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। বিজেপি ত্রিপুরায় নিরঙ্কুশ সখ্যাগরিষ্টতা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মহারানী তুলসিবাতি গার্লস স্কুলে ভোট দেন। বিজেপি ক্ষমতায় ফেরার ব্যাপারে আশা প্রকাশ করলেও দলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা জানাননি। তিনি বলেন আগামী দিনে দলের নির্বাচিত বিধায়করা এই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, তবে এখনও পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী রয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন মানিক সাহা। গত বছর বারদোয়ালিতে কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে ৬ হাজার ভোটে পরাজিত করেছিলেন। বিল্পব দেবকে সরিয়ে তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়েছিল।

আরও পড়ুনঃ

শিবরাত্রি পর্যন্ত থাকবে শীতের আমেজ? জানুন কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

Tripura Election: ত্রিপুরা নির্বাচনের সেরা ১০টি বিষয়, বিজেপি বনাম বামেদের ক্ষমতা দখলের যুদ্ধে গুরুত্বপূর্ণ

Oil Price: এক নজরে কলকাতা ও দেশের বাকি অংশে পেট্রোল আর ডিজেলের দাম দেখে নিন

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla