অযোধ্যার সভার দিকে আজ চোখ থাকবে সমস্ত মানুষের। এই সভামঞ্চ থেকেই রাম মন্দিরের বিষয়ে বক্তব্য রাখতে পারেন মোদী।
২২ জানুয়ারি, সোমবার খুলে দেওয়া হবে উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরের দ্বার (Ayodhya Ram Mandir Inauguration) । সারা দিন জুড়ে গোটা দেশে সাজ সাজ রব। সকাল থেকে উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) অপেক্ষা। আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রাণ প্রতিষ্ঠা করা হবে ভগবান রামের মূর্তিতে।
-
সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। পবিত্র এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই শ্রী রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী।
-
সকাল ১০:২৫ মিনিটে অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী, তারপর ১০:৪৫ মিনিটে তিনি হেলিকপ্টারে চড়ে হেলিপ্যাডে নামবেন। সকাল ১০ টা বেজে ৫৫ মিনিটে রাম মন্দিরে (Ram Temple) পৌঁছবেন প্রধানমন্ত্রী , দুপুর ১২ টা বেজে ৫ মিনিটে শুরু হবে উদ্বোধনের অনুষ্ঠান । দুপুর ১২ টা বেজে ৫৫ মিনিটে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান ।
এরপর বেলা ১টায় অযোধ্যার জনসভায় যাবেন মোদী, যেটি চলবে বেলা ২টো পর্যন্ত, এই সভার দিকেই আজ চোখ রয়েছে সমস্ত মানুষের। এই সভামঞ্চ থেকেই রাম মন্দিরের বিষয়ে বক্তব্য রাখতে পারেন তিনি।
-
সভাটি শেষ হওয়ার পর সেখান থেকে দুপুর ২ টো বেজে ১০ মিনিটে কুবের টিলা দর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী।