PM Modi in France: ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন মোদী, জেনে নিন আজ কী কী কর্মসূচি থাকবে

ফ্রান্স সফরে ভীষণ ব্যস্ত সূচী প্রধানমন্ত্রী মোদীর। আজ থেকেই রয়েছে একাধিক কর্মসূচি।

বৃহস্পতিবার সকালেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ বিকেল ৪টে নাগাদ পৌঁছবেন প্যারিসে। নিজের বিশেষ বিমান অরলি করেই রওনা হয়েছেন তিনি। প্যারিসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভারতের প্রধানমন্ত্রীকে। ফ্রান্স সফরে ভীষণ ব্যস্ত সূচী প্রধানমন্ত্রী মোদীর। আজ থেকেই রয়েছে একাধিক কর্মসূচি।

ফ্রান্সে মোদীর সফর সূচি

Latest Videos

বৃহস্পতিবার ৪টে নাগাদ প্যারিসে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী সিনেটে পৌঁছে সিনেটের প্রেসিডেন্ট জেরাদ লার্চারের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ, নরেন্দ্র মোদী ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে আলোচনা করবেন। আগামীকাল বেলা ১১টার দিকে লা সেইন মিউজিক্যাল হলে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি এলিসি প্যালেসে পৌঁছাবেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে এক ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার প্যারিসে ব্যাস্টিল ডে প্যারেডে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ফ্রান্সে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, 'আমি আমার বন্ধু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্সে একটি সরকারি সফর করছি। প্যারিসে ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে থাকছেন।'

প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফরের গুরুত্ব

ব্যাস্টিল ডে কুচকাওয়াজে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়ে, ফ্রান্স বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব তুলে ধরেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত ৩০ বছরে ফ্রান্স ইউরোপে ভারতের সবচেয়ে শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিরক্ষা চাহিদা মেটানোর ক্ষেত্রে রাশিয়ার পর ফ্রান্সও ভারতের সবচেয়ে বড় বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে।

উভয় দেশই প্রতিরক্ষা চুক্তি বাড়াতে পারে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক হতে চলেছে। ইতিমধ্যে উভয় দেশ প্রতিরক্ষা খাতেও এ ধরনের চুক্তি ঘোষণা করতে পারে, যার মধ্যে ফ্রান্স থেকে প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত থাকতে পারে। এই সফরে নৌবাহিনীর প্রয়োজনে ফ্রান্স থেকে তৈরি ২৬টি রাফালে বিমান কেনার কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে রাফালে-এম বিমান কেনার পাশাপাশি নৌবাহিনীর জন্য ৩টি স্কোর্পিন সাবমেরিন। এই সময়ে, ফ্রান্স ভারতকে আরও কিছু অস্ত্র সরবরাহের জন্য একটি বড় ঘোষণা করতে পারে।

আরও পড়ুন -

কেন ভারতকে এত মনোযোগ দিচ্ছে ফ্রান্স, জেনে নিন প্রধানমন্ত্রী মোদীর প্যারিস সফরের গুরুত্ব

দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ইডি-র ব্যবস্থা নেওয়া বদলাচ্ছে না, মহুয়া মৈত্রকে পাল্টা অমিত শাহের

অগাস্ট মাসেই ঘোষণা হতে পারে প্রথম ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড, ৭৭তম স্বাধীনতা দিবসে নতুন পরিকল্পনা

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari