রবিবার জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কর্ণাটকে ঘুরে দেখলেন বান্দিপুর ব্যাঘ্র অরণ্য থেপ্পাকাড়ু হাতি ক্যাম্প

গায়ে বনকর্মীদের মতো একই রঙের টি শার্ট পরে ছুটির সকালে খোশ মেজাজে জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী। 

Web Desk - ANB | Published : Apr 9, 2023 7:43 AM IST
17

কর্ণাটকে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

27

রবিবার সকাল হতেই প্রবল উৎসাহে অভয়ারণ্য সফরে বেরিয়ে পড়তে দেখা গেল তাঁকে।

37

বান্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে প্রায় ২০ কিলোমিটার সফর করলেন নরেন্দ্র মোদী।

47

দূরবীনে চোখ রেখে নজর করলেন পশুপাখিদের। 

57

প্রজেক্ট টাইগার মিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৯ এপ্রিল সাফারি করলেন প্রধানমন্ত্রী।

67

বাঘেদের বাসস্থান দেখার পাশাপাশি মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাড়ু হাতি ক্যাম্পে হাতি সংরক্ষণস্থলও পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী। 

77

২০২২ সালে বাঘেদের আদমসুমারির রিপোর্টও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। বাঘের সংখ্যা ৬ শতাংশ বেড়ে যাওয়ায় অত্যন্ত আনন্দিত তিনি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos