রাম নবমী উৎসবে সামিল অযোধ্যা থেকে বীরভূম, বিশেষ কুমারী পুজোর আযোজন যোগীর - দেখুন সেরা ছবিগুলি

রাম নবমীর উৎসবে সামিল ভক্তরা। অযোধ্যায় ভক্তের ঢল। ধর্মীয় মিছিল গোটা দেশের বিভিন্ন রাজ্যে। দিল্লিতে কড়া নিরাপত্তা।

 

Web Desk - ANB | Published : Mar 30, 2023 7:50 PM
112
অযোধ্যায় রাম নবমী

রাম নবমী উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রচুর মানুষ জড়ো হন । তাঁর মহা ধুমধামের সঙ্গে প্রভু শ্রীরামের জন্মদিন পালন করেন। হিন্দু পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয় এই দিন ভগবান শ্রীরামের জন্ম হয়।

212
ধর্মীয় মিছিল অন্যত্র

রাম নবমী উপলক্ষ্যে হায়দরাবাদ, জম্মু ও কাশ্মীর সহ দেশের একাধিক জায়গায় ধর্মীর মিছিল বার হয়। এখনও পর্যন্ত কোথায় হিংসার কোনও খবর নেই। সর্বত্রই সম্প্রীতির ছবি স্পষ্ট হয়েছে। 

312
জাহাঙ্গিরপুরীতে মিছিল

দিল্লির জাহাঙ্গিরপুরীতে রাম নবমী উপলক্ষ্যে বিশাল ধর্মীয় মিছিল বার হয়। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তায় মুড়ো ফেলা হয়েছিল গোটা এলাকা।

412
দিল্লিতে কড়া নিরাপত্তা

রাম নবমীর অনুষ্ঠানের জন্য গোটা দিল্লিতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। রাজধানীতে বেশ কয়েকটি ধর্মীয় মিছিল বার হয়। বিশাল রামের মূর্তি নিয়েও মিছিল করেন ভক্তরা।

512
বীরভূমি ধর্মীয় মিছিল

বীরভূমে ধর্মীয় মিছিল বার করা হয়েছিল রাম নবমী উপলক্ষ্যে। এই মিছিলে বিজেপি সদস্যদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও হাজির হয়েছিল বলে শোনা যাচ্ছে। যদিও মিছিলের আয়োজন করা হয়েছিল তা স্পষ্ট নয়।

612
আমেদাবাদে ভক্তদের ঢল

আমেদাবাদের রাম মন্দিরে এদিন ভক্তদের ঢল নামে। ভক্তরা এদিন প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করনে।

712
যোগী কুমারী পুজো

রামনবমী উপলক্ষ্যে বিশের পুজোর আয়োজন করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন কুমারী পুজো করেন। এদিন যোগী প্রথা অনুযায়ী নিজের হাতে কুমারীর পা ধুয়ে দেন। সমস্ত রীতিমেনি রাম নবমীর পুজো করেন তিনি।

812
বিজেপি নেতা উৎসবে

রাম নবমীর উৎসবে সামিল হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ। তিনিও বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। তিনি নিজে হাতে প্রসাদ বিতরণ করেন।

912
বেঙ্গালুরুতে রামনবমী

এদিন বেঙ্গালুরুতে রাম নবমী উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। রাম-লক্ষ্মণ- হনুমান সেজে অনেকেই বক্তদের হাতে প্রসাদ তুলে দেয়।

1012
যমুনাতে বিশেষ পুজো

হিন্দু মহিলারা রাম নবমী উপলক্ষ্যে বিশেষ ব্রত পালন করেন। তাঁরই অঙ্গ হিসেবে এদিন অনেক মহিলা যমুনা নদীতে গিয়েছিলেন। হর কি পাকুড়িতে তৈরি হয়েছিল অন্য পরিবেশ।

1112
জবলপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাম নবমী উপলক্ষ্যে মধ্যে প্রদেশের জব্বলপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষের জমায়েত ছিল। বিশেষ অনুষ্ঠানেও আয়োজন করা হয়।

1212
দূর্গা নবমী

রাম নবমীর সঙ্গে এদিন চৈত্র নবরাত্রির অনুষ্ঠানও পালন করা গয়। বারাণসীতে এই উপলক্ষ্যে কন্যা পুজোর আয়োজন করা হয়েছিস। কন্যাদের পুজো করা হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos